Swasthya Sathi Card: আপনার স্বাস্থ্য সাথী কার্ডে কি এখনো ৫ লক্ষ টাকা আছে? কিভাবে চেক করবেন? জানুন
যত দিন যাচ্ছে চিকিৎসার খরচও বাড়ছে। বিশ্বের অনেক উন্নত দেশ গুলির সাথে সাথে ভারতেও চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে খরচ বাড়ছে সাধারণ মানুষের। এখনো দেশের বহু মানুষ টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা যান। সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল এবং অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠান থাকলেও সকলের সব সুবিধা পাওয়া সম্ভব হয় না।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীদের কথা মাথায় রেখে চালু করেছিলেন স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi Card)। স্বাস্থ্য সাথী প্রকল্প শুরু হয়েছিল ২০১৬ সালে। ২০২০ সালের মধ্যে রাজ্যের প্রায় প্রতিটি পরিবারকেই স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পাইয়ে দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের অন্তত 90% মানুষের নাম স্বাস্থ্য সাথী প্রকল্পে নথিভুক্ত রয়েছে।
স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে সরকারি এবং বেসরকারি হাসপাতাল গুলিতে বেশ কিছু রোগের চিকিৎসা এবং অপারেশনের ক্ষেত্রে টাকার ছাড় পাওয়া যায়। প্রায় ২২০০ টিরও বেশি হাসপাতালে এবং নার্সিংহোমে স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে চিকিৎসা করা যায়। রাজ্যের বহু গরিব এবং মধ্যবিত্তরা স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে চিকিৎসা করিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
স্বাস্থ্য সাথী কাজের মাধ্যমে চিকিৎসা হলে যে পরিমাণ টাকা খরচ হয়, সেই পরিমাণ টাকা এই কার্ডের থেকে কেটে নেওয়া হয়। স্বাস্থ্যসাথী কার্ডে মোট পাঁচ লক্ষ টাকার ক্রেডিট দেওয়া হয়। এখন কোন ব্যক্তি যদি তিন লক্ষ টাকার চিকিৎসা করেন, সে ক্ষেত্রে তার কার্ডে ব্যালেন্স থাকছে দুই লক্ষ টাকা। অনেকেই জানেন না তাদের কার্ডে বর্তমানে কত টাকা ব্যালেন্স আছে। এজন্য ভবিষ্যতে তাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হতে পারে। এজন্য স্বাস্থ্য সাথী কার্ড এর ব্যালেন্স চেক (Swasthya Sathi Card Balance Check) করে নেওয়াটা অত্যন্ত প্রয়োজন।
কীভাবে স্বাস্থ্য সাথী কার্ডের ব্যালেন্স চেক করবেন?
(How To Check Swasthya Sathi Card Balance?)
- ১. প্রথমে গুগল প্লে স্টোর থেকে Swasthya Sathi অ্যাপ ডাউনলোড করতে হবে।
- ২. URN বা Swasthya Sathi কার্ডের নম্বর বসান।
- ৩. Show Data অপশনে ক্লিক করুন। এরপর View Balance অপশনে ক্লিক করুন।
এরপর আপনি আপনার স্বাস্থ্য সাথী কার্ডে থাকা ব্যালেন্স (Swasthya Sathi Card Balance) দেখতে পারবেন।