UGC-তে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ UGC তে বিভিন্ন ক্ষেত্রে প্রার্থীদের নিয়োগ করা হবে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। (UGC Young Professional Recruitment)
Table of Contents
পদের নাম:
i) Young Professional (Various Functions of Commission)
ii) Young Professional (Social Media Specialist)
iii) Young Professional (Legal)
শূন্যপদ:
মোট শূন্যপদ রয়েছে সাতটি।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স ৪০ বছরের কম হতে হবে।
মাসিক বেতন:
নিযুক্তদের মাসিক বেতন হবে ৬০,০০০-৭০,০০০ টাকা।
কাজের মেয়াদ:
প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ (Recruit) করা হলেও পরে কাজের ভিত্তিতে এই মেয়াদ আরও এক বছর বৃদ্ধি পেতে পারে।
আবশ্যিক যোগ্যতা :
i) Young Professional (Various Functions of Commission) পদে আবেদনের জন্য প্রার্থীকে Post Graduate হতে হবে ৬০% নম্বর নিয়ে।
ii) এছাড়াও প্রার্থীর PhD করা থাকলে তিনি অগ্রাধিকার পাবেন।
iii) সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের পূর্ব অভিজ্ঞতা (Past Experience) থাকতে হবে।
iv) অন্যান্য পদে আবেদনের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন।
আবেদন পদ্ধতি:
i) UGC এর ওয়েবসাইটে (Website) গিয়ে আবেদন জানাতে হবে প্রার্থীকে।
ii) আবেদনপত্র পূরণ করা হলে প্রার্থীকে নিজের জরুরি তথ্য স্ক্যান করে আপলোড (Scan and Upload) করতে হবে।
নিয়োগ পদ্ধতি:
ইন্টারভিউয়ের (Interview) মাধ্যমে হবে যোগ্য প্রার্থীর নিয়োগ।
আবেদনের শেষ তারিখ:
আগামী ১১ আগস্ট।
এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানা যাবে UGC-র ওয়েবসাইট (Website) থেকেই।
Important Links:
Official Website: Click Here
-Written by Riya Ghosh