DAখবর

WB DA Strike: রাজ্যে DA আন্দোলনের মাঝেই সরকারি কর্মচারীদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

সম্প্রতি রাজ্যজুড়ে মহার্ঘভাতা(DA) নিয়ে চলছে আন্দোলন। কিছুদিন আগেই রাজ্যজুড়ে সরকারি কর্মচারীদের ধর্মঘট , এবং ধর্মঘটের জেরে সরকারি কর্মচারীদের কর্মবিরতি নিয়ে একাধিক পদক্ষেপের পথে এগোনোর কথা ভাবছে রাজ্য সরকার।

ডিএ আন্দোলনের মাঝেই নবান্নের(Nabanna,West Bengal) একাধিক দপ্তরে সরকারি কর্মচারীদের কাজকর্ম দেখে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandopadhyay)। বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীদের উপস্থিতি(Attendance) নিয়ে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইজন্য সরকারি কর্মচারীদের সরকারি দপ্তরে হাজিরা নিয়ে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে এবার থেকে সমস্ত সরকারি দপ্তরে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সিস্টেম(Biometric Attendance West Bengal) চালু করা হবে সরকারি কর্মচারীদের হাজিরা নথিভুক্ত করার জন্য। মুখের ছবি এবং আঙুলের ছাপ দিয়ে বায়োমেট্রিক মেশিনে লগইন এবং লগ আউট করতে হবে। এই সিস্টেমের ফলে কর্মীরা কখন অফিসে আসছেন এবং কখন অফিস থেকে বেরোচ্ছেন, সেই বিষয়ে তথ্য থাকবে সরকারের(West Bengal State Government) কাছে। এছাড়া কর্মচারীরা যখন তখন অফিসে ঢোকা এবং অফিস থেকে বাইরে যেতে পারবেন না।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বর্তমান সরকার সরকারি কর্মচারীদের ১০৬ শতাংশ মহার্ঘ ভাতা দিচ্ছে, যেখানে বাম আমলে ৩৩ শতাংশ মহার্ঘ্য ভাতা দেওয়া হতো। এছাড়া তিনি আরো বলেন যে রাজ্যে চাকরি করে কেন্দ্রের সমান বেতন এবং মহার্ঘ ভাতা দাবি করা অনৈতিক। এছাড়াও তিনি তার সামর্থ্য অনুযায়ী যতটা পারছেন, ততটা মহার্ঘ ভাতা দিচ্ছেন।

সরকারি কর্মীদের কাজ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে, আগের বাম আমলের সরকারের তুলনায় এখন আরও বেশি পরিমাণে কাজ হচ্ছে। প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি গিয়ে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে কর্মীদের তরফে। সরকারি কর্মচারীরা (Government Employee) খুব ভালো কাজ করছেন।

গত 15 মার্চ স্বরাষ্ট্র দপ্তরের কাজকর্ম দেখছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় সারপ্রাইজ ভিজিট এর সময় মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করেছিলেন ১০ মার্চ কারা কারা আসেননি অফিসে? সারপ্রাইজ ভিজিটের সময় সরকারি দপ্তরে সরাসরি স্বরাষ্ট্র দপ্তরে হাজিরা ছিল মাত্র ২৫ শতাংশ। কারা কারা আসেননি অফিসে? – এই প্রশ্নের উত্তরে সেখানকার কয়েকজন কর্মচারীরা জানান যে অসুস্থ থাকার কারণে আসতে পারেনি ৬ জন। বাকি দুই-একজন ছুটি নিয়েছিলেন। এবার সমস্ত দপ্তরে হাজিরা নিয়ে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম (Biometric Attendance System) চালু করার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এছাড়া ধর্মঘটে (DA Strike) অংশ নেওয়া কর্মীদের উদ্দেশ্যে নোটিশ পাঠানো হয়েছে, কেন তারা ১০ মার্চ অফিসে বা কর্মক্ষেত্রে যোগদান করেননি। সেক্ষেত্রে তাদের কাছ থেকে কোন সন্তোষজনক উত্তর না পেলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার। তাদের একদিনের বেতন কাটা হতে পারে এবং চাকরি জীবনে একদিনের ছেদ পড়তে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker