কবে বেরোবে এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল? কি বলছে পর্ষদ? জানুন
কয়েকদিন আগেই শেষ হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা। প্রচুর নিরাপত্তা ও কড়াকড়ির মাধ্যমে শেষ হয়েছে এই পরীক্ষা। এখন শুধু রেজাল্টের অপেক্ষা আর সেই ফলাফল নিয়েই আমাদের আজকের এই প্রতিবেদন। পর্ষদ কি জানাচ্ছে? কবে মাধ্যমিকের ফলাফল? সব জানাবো এই প্রতিবেদনে।
কোভিড পরিস্থিতির পর, এই বছরেই সুষ্ঠভাবে মাধ্যমিক পরীক্ষা আয়োজিত হয়েছিল। গত বছর পরীক্ষার জন্য নির্দিষ্ট সিলেবাস শেষ না হওয়ার জন্য অর্ধেক সিলেবাসের ওপর ভিত্তি করেই পরীক্ষা হয়েছিল। এই বছর যদিও পুরো সিলেবাসের ওপরে ভিত্তি করেই পরীক্ষা হয়েছে।
কঠোর নিরাপত্তা নিয়ে আয়োজিত এই পরীক্ষার অঙ্ক পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছিল এবং সাথে গ্রাফ পেপার পাওয়া যায়নি তাই বহু শিক্ষার্থীর অসন্তোষ জন্মায়। এছাড়াও ইংরেজি প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছিল।
মাধ্যমিক পরীক্ষা শুরু হবার সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়ে জানিয়েছেন যে, পরীক্ষা খারাপ হলে চিন্তার কোনো কারণ নেই, ওনারা সকলে দেখে নেবেন বিষয়টি। রাজ্য সরকার বর্তমানে বেশি কর্মসংস্থান সৃষ্টিতে বদ্ধপরিকর। কোভিড পরিস্থিতির মধ্যে ছাত্রছাত্রীদের পড়াশোনা ও রেজাল্ট খারাপ হওয়াতে পরীক্ষার্থীদের মধ্যে অনেক অসন্তোষ দেখা দেয়। এর পুনরাবৃত্তি আবার যাতে না ঘটে, সেটির জন্য তৎপর মুখ্যমন্ত্রী।
অন্যদিকে, মাধ্যমিকের ফলাফল নিয়ে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এদিন সাংবাদিক বৈঠকে বলেন যে খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে মাধ্যমিক পরীক্ষা ও সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মে মাসের শেষ সপ্তাহে অথবা আসন্ন গরমের ছুটির দিনগুলোর মধ্যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে। এর সাথেই হয়তো জুন মাসের প্রথম দিকে একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া শুরু হবে।
এবছরের মাধ্যমিক পরীক্ষাতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪ জন এবং মোট ১২২৬ টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট ৪০ হাজারেরও বেশি পরীক্ষককে নিযুক্ত করা হয়েছিল পরীক্ষাকেন্দ্রগুলিতে। সকল কেন্দ্রে ছিলো CCTV ক্যামেরা এবং মোবাইল ছিলো নিষিদ্ধ! মে মাসের শেষ সপ্তাহে অথবা গরমের ছুটির মধ্যেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফল। বিস্তারিত জানতে হলে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন।
-Wriiten by Riya Ghosh