মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বাড়িতে ভুলে ফেলে এসে কাঁদছিলো ছাত্রী। দেবদুতের মতো এলো পুলিশ কাকু!
মাধ্যমিক পরীক্ষা, জীবনের প্রথম বড়ো পরীক্ষা আর সেই পরীক্ষাতেই ভুল করে বাড়িতে নিজের অ্যাডমিট কার্ড ফেলে চলে এসেছিল পরীক্ষার্থী তন্নিষ্ঠা কুন্ডু। হুগলির গার্লস স্কুলের ছাত্রী তন্নিষ্ঠার সিট পরেছে চুঁচুড়ার কাপাসডাঙ্গার সতীশ সেন উচ্চ বিদ্যালয়ে। এদিন ছিল মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষার দিন আর ঠিক সময়ে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে গিয়েও নিজের অ্যাডমিট কার্ড না দেখতে পেয়ে ভয়ে কান্না জুড়েছিলো সে। পরীক্ষা না দিতে পারলে যে একটা গোটা বছর নষ্ট হয়ে যাবে!
এমনসময় তার কান্না দেখে দেবদুতের মতোই এগিয়ে আসে চুঁচুড়া থানার এএসআই হিমাদ্রি চক্রবর্তী। সবটা শুনে আর একটুও বিলম্ব না করে তৎক্ষণাৎ নিজের বাইকে বসিয়ে পরীক্ষার্থীকে বাড়িতে নিয়ে যান। বাড়িতে পৌঁছে তন্নিষ্ঠা নিজের অ্যাডমিট কার্ড নিয়ে আসার সঙ্গে সঙ্গে তাকে ফের সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন হিমাদ্রিবাবু। পুলিশি তৎপরতায় নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে তন্নিষ্ঠা। (WB Police Helped Madhyamik Candidate)
এই বিষয়ে এএসআই হিমাদ্রি চক্রবর্তীকে জানতে চাওয়া হলে তিনি বলেন, “পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড আনতে ভুলে গিয়েছিল। পরীক্ষা দিতে সমস্যা হত। জানতে পেরে বাইকে চাপিয়ে ওর বাড়ি গিয়ে অ্যাডমিট এনে দিলাম।”
প্রসঙ্গত উল্লেখ্য যে, যে সময় এই ঘটনা ঘটেছিল সেই সময় স্কুলের সামনে কোনো যানবাহন চলাচল করছিল না স্বাভাবিক ভাবেই। যদি হিমাদ্রিবাবু ঠিক সময় মতো তন্নিষ্ঠার সাহায্যে এগিয়ে না আসতেন তাহলে হয়তো তার এবছরের মতো পরীক্ষা দেওয়া আর হতোনা।
ওই মাধ্যমিক পরীক্ষার্থীর মা জানাচ্ছেন, “শুধুমাত্র ওই পুলিশ অফিসারের জন্য আজ আমার মেয়ে সময় মতো পরীক্ষা দিতে পেরেছে।” পুলিশকর্মীর এই ভূমিকার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন পরীক্ষার্থীর পরিবারের লোকেরা। আমরাও এএসআই হিমাদ্রি চক্রবর্তীকে কুর্নিশ জানাই!