চাকরির-খবর

PSC Recruitment: রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন চলছে

PSC অর্থাৎ Public Service Commission-এ কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্য সরকারের ‘Food Processing Industries and Horticulture’ এর তরফ থেকে হতে চলেছে কর্মী নিয়োগ। আরো বিশদে জানতে চাইলে প্রতিবেদনটি পুরোপুরি পড়ুন।

পদের নাম:
Director of Horticulture
বয়সসীমা:
প্রার্থীর সর্বোচ্চ বয়স ৫৫ বছরের মধ্যে হতে হবে।
আবশ্যিক যোগ্যতা:
i) আবেদনের জন্য প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি/হর্টিকালচারে প্রথম শ্রেণীর স্নাতক ও দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
ii) বাংলা ভাষায় দক্ষ হতে হবে। বাংলা ভাষা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে প্রার্থীকে।

মাসিক বেতন:
প্রতিমাসে বেতন হবে ১,২৩,১০০/- টাকা থেকে শুরু করে ১,৯১,৮০০/- টাকা পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া:
i) আবেদন করা যাবে অনলাইনে।
ii) আবেদনকারীকে প্রথমে Public Service Commission এর অফিসিয়াল ওয়েবসাইটে (Oficial Website) যেতে হবে।
iii) ওয়েবসাইটটি খুলে হোম পেজে গিয়ে ‘Announcement’ অপশনে গেলে বিজ্ঞপ্তিটি (Notification) দেখা যাবে।
iv) বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্ক থেকে ফর্মটি পূরণ করতে হবে।
v) সবশেষে আবেদনের জন্য ধার্য টাকা দিয়ে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।

আবেদন প্রক্রিয়া শুরু হবার তারিখ কবে?
অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৫শে মে, ২০২৩ সাল থেকে।

আবেদন প্রক্রিয়া শেষ কবে হবে?
আবেদন প্রক্রিয়া শেষ হবে ১৫ই জুন, ২০২৩ সালে বিকেল তিনটে অবধি।

আবেদনপত্র সংশোধন করা যাবে কবে?
আবেদনপত্র সংশোধন করা যাবে ২২এ জুন থেকে ২৮শে জুন, ২০২৩ সালের মধ্যে।

আরো বিশদে জানতে চাইলে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে চেক করুন।

Important Links:

Official Website: Click Here
Official Notification: Download Now

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker