চাকরির-খবর

WB Job Vacancy: নতুন ৪১ লক্ষ চাকরি হবে রাজ্যে, বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বুধবার ১৫ই মার্চ রাজ্যে শিল্প বৈঠক ডাকেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা হয় এই বৈঠকে। তার মধ্যে জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ও ছিল।

রাজ্য সরকারের পক্ষ থেকে শিল্পের জন্য ৮০০০ একর জমি অধিগ্রহণের জন্য চিহ্নিত করা হয়েছে। একই সাথে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রের কর্মসংস্থান বৃদ্ধির কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।  (West Bengal New Job Recruitment)

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আগামী দিনে ৪১ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে। অবাক হয়ে যাবেন, MSME সেক্টরে ১ লক্ষ ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।“(WB Job Vacancy)

বাণিজ্যিক দিক থেকে কলকাতাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে বড় কোন পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার (West Bengal State Government)। রাজ্য সরকারের উদ্যোগে কলকাতায় তৈরি হতে চলেছে একটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (World Trade Centre)। যে কোম্পানির পক্ষ থেকে এখানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার স্থাপন করা হবে, তাদের সাথে আগামী ২১ মার্চ মৌ সাক্ষর করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই ট্রেড সেন্টারটি তৈরি করতে 15 হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। প্রায় ৩৫ হাজার বর্গফুট এলাকার ওপর তৈরি হবে এই ট্রেড সেন্টারটি। আশা করা যাচ্ছে যে, এখানে আনুমানিক ৩৫ হাজার মানুষ কাজের সুযোগ পাবেন। দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay announced 41 lakh jobs)।

সম্প্রতি বাংলার ব্যান্ড অ্যাম্বাসেডর (Brand Ambassador of West Bengal) হিসেবে অভিনেতা দেবের নাম উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচিত রয়েছেন অভিনেতা শাহরুখ খান। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, শাহরুখ বর্তমানে ব্যস্ত মানুষ তাই জন্য দেবই হোক বাংলার ব্রান্ড অ্যাম্বাসেডর এবং বাংলার মুখ। একই সাথে শাহরুখ ও থাকছেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

বর্তমানে বাংলাদেশ, মায়ানমার সহ একাধিক দেশ থেকে বহু মানুষ পশ্চিমবঙ্গের চিকিৎসার জন্য আসেন। এই জন্য পর্যটন শিল্পের দিকে জোর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker