WB Panchayat Recruitment: মাধ্যমিক পাশে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে নিয়োগ, আবেদন চলছে
মাধ্যমিক পাশ যোগ্যতাতেই চাকরির একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারবেন। (WB Panchayat Recruitment)
পঞ্চায়েত দপ্তরে নিয়োগের যোগ্যতা, আবেদন পদ্ধতি, বয়স সীমা ইত্যাদি বিষয় সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
Table of Contents
পদের নাম-
Village Level Entrepreneur (VLE)
Gram Rozgar Sahayak (GRS)
মোট শূন্যপদ-
Village Level Entrepreneur: ২২ টি
Gram Rozgar Sahayak: ৩৭ টি
মাসিক বেতন-
ভিলেজ লেভেল Entrepreneur পদে মাসিক বেতন ১০ হাজার টাকা এবং গ্রাম রোজগার সহায়ক পদে মাসিক বেতন ১২০০০ টাকা।
আবেদন শেষ-
১৯/০৪/২০২৩
বয়সসীমা-
১৮ বছর থেকে ৩৫ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবশ্যিক যোগ্যতা-
Village Level Entrepreneur: মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন। সঙ্গে অন্তত ছয় মাসের কম্পিউটারিং অপারেটিং সার্টিফিকেট দরকার।।
গ্রাম রোজগার সহায়ক: বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদনের যোগ্য অথবা ভোকেশনাল বিষয়ে অংক এবং ফিজিক্স নিয়ে ৫৫ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে।
নিয়োগ পদ্ধতি-
অফলাইনের আবেদনের ভিত্তিতে প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য-
আবেদন মূল্য সম্পর্কে বিজ্ঞপ্তিতে কিছু জানানো নেই।
আবেদন পদ্ধতি-
অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বায়োডাটা প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট ছবি সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিটির নিচে আবেদন পত্র ডাউনলোড করার অপশন পাবেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা-
Executive Director, Mahatma Gandhi NREGS, P&RDD. GTA. Darjeeling
Important Links
Official Notification: Download Now
Official Website: Click Here