ডিগ্রীর পাশাপাশি কোন কোন দক্ষতাগুলি আপনার কর্মজীবন সহজ করবে? জানুন
অনেক শিক্ষার্থীরা আছেন যারা তাদের শিক্ষাজীবনে অনেক ডিগ্রি(Degree) অর্জন করেছেন, তবুও তাদের মনমতো চাকরি মিলছে না। আপনারও যদি এমন পরিস্থিতি হয়, তাহলে আপনাকে সর্ব প্রথম খুঁজে বের করতে হবে আপনার কোথায় ঘাটতি রয়েছে।
বর্তমানে শুধুমাত্র ডিগ্রী থাকলেই বিভিন্ন রকম প্রতিষ্ঠানের চাকরির সুযোগ মেলে না, সুনির্দিষ্ট দক্ষতা অর্জনেরও দরকার রয়েছে। এমন অনেক দক্ষতা আছে যেগুলি আপনার জীবনে থাকলে তা আপনার কর্মজীবনকে সহজ এবং সুন্দর করে তুলতে পারে।
আজকের এই প্রতিবেদনে আপনাদের এমন কয়েকটি দক্ষতার ব্যাপারে জানানো হবে, যেগুলি অর্জন করতে পারলে আপনার কর্ম জীবন অনেকটাই সহজ এবং সুন্দর হতে পারে।
Table of Contents
সৃজনশীলতা:
যে কোন রকম কাজের মধ্যে সৃজনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ন একটি জিনিস। আপনার মধ্যে যদি সৃজনশীলতা নামক গুনটি থেকে থাকে, তাহলে নতুন আইডিয়া বের করা, সঠিকভাবে কোন কিছু চর্চা করা, কাজকে সুন্দরভাবে গুছিয়ে রাখা – এই বিষয়গুলি খুব সহজেই আপনি রপ্ত করে ফেলতে পারবেন। যা আপনাদের কর্মজীবনকে এবং বাস্তব জীবনকে অনেকটাই সুন্দর করে তুলবে।
প্রযুক্তির সাথে তাল মানিয়ে চলা:
বর্তমানে প্রযুক্তি(Technology) অত্যন্ত এগিয়ে গিয়েছে। এখনো যদি আপনি পুরনো ধাচে কাজ করেন এবং নতুন প্রযুক্তি রপ্ত না করতে পারেন, তাহলে আপনি সমসাময়িক অন্যান্যদের সাথে প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে পড়বেন।
এজন্য প্রয়োজনে কিছু কোর্স করা প্রয়োজন। যেমন এক্সেল(Excel), এডিটিং, ফটোশপ, ভিডিও এডিটিং ইত্যাদি। পাশাপাশি কম্পিউটারের যাবতীয় বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান থাকা জরুরি।
দূরদর্শিতা:
ক্যারিয়ার গঠনের জন্য দূরদর্শিতা অন্যতম একটি ফ্যাক্টর। দূরদর্শিতা থাকলে আপনার ক্যারিয়ার অনেক দূরে এগোতে পারবে। যেকোনো তথ্যের বিশ্লেষণ, নিরপেক্ষ ও যুক্তিসঙ্গত ভাবে ভাবা এগুলি ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নেতৃত্বদানের ক্ষমতা:
ছোটবেলায় স্কুলের ক্লাস মনিটর হবার মধ্যে দিয়ে ছাত্র জীবনের নেতৃত্ব দানের ক্ষমতা শুরু হয়। পরবর্তীকালেও চাকরির(Job) ক্ষেত্রে নেতৃত্ব দানের ক্ষমতা থেকে থাকলে আপনার সাফল্য পাওয়ার ক্ষেত্রে তা একটি বাড়তি যোগ্যতা হতে পারে।
নতুন কিছু করার ইচ্ছা:
সব সময় নতুন কিছু করার ইচ্ছা রাখতে হবে মনের মধ্যে। এতে করে চাকরির বাজারে বাড়তি সুবিধা মিলতে পারে। তাছাড়া নতুন কিছু তৈরি করা বা নতুন কিছু করার ইচ্ছে যখন বাস্তবায়ন হবে, তখন আপনার মধ্যে আত্মবিশ্বাস(Self Confidence) বাড়তে থাকবে।