স্কলারশিপ

Swami Vivekananda Scholarship: পড়ুয়ারা কবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পাবেন সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট, জানুন বিস্তারিত।

রাজ্যের মেধাবী পড়ুয়াদের জন্য সুখবর। ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে সকল Swami Vivekananda Merit Cum means স্কলারশিপে আবেদনকারীদের কাছে। ২০২২-২০২৩ এই শিক্ষাবর্ষে (Session) আবেদনকারী সকল পড়ুয়ার ব্যাঙ্কে টাকা ঢুকতে শুরু করেছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের(Swami Vivekananda Scholarship)।

তবে এমন অনেকেই এখনো আছেন যাঁরা টাকা পাচ্ছেন না বা কোনো কারণে তাঁদের স্কলারশিপ বাতিল (Scholarship Cancelled) করা হয়েছে! সেই সকল পড়ুয়া কী করবেন এখন? সেই বিষয়ে বিস্তারিত জানানো হলো এই প্রতিবেদনে। শেষ পর্যন্ত পড়ুন প্রতিবেদনটি।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা না পেয়ে থাকলে প্রথমেই স্ট্যাটাস চেক করুন। কিভাবে করবেন জানানো হলো:

  • i) SVMCM স্কলারশিপের স্ট্যাটাস (Scholarship Status) চেক করার জন্য সবার আগে https://svmcm.wbhed.gov.in/ -এই ওয়েবসাইটে যান।
  • ii) ওয়েবসাইটে (Website) গিয়ে Applicant Login এ ক্লিক করুন।
  • iii) একটি নতুন পৃষ্ঠা খুলে যাবে। সেখানে গিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের (Swami Vivekananda Scholarship) আপনার Application Id, আবেদনের সময় যে Password দিয়েছেন এবং Security Code টি যথাস্থানে বসিয়ে Login করবেন।
  • iv) এরপর আপনার সামনে একটি pop-up চলে আসবে। সেটি অবশ্যই close করবেন।
  • v) এবারে আপনার ডিভাইসের স্ক্রিনে (Device Screen) স্বামী বিবেকানন্দ স্কলারশিপে (Swami Vivekananda Scholarship) আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য দেখতে পারবেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ইতিমধ্যেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা দেওয়ার প্রথম দিন শুরু হয়েছে ১৭ ই মে এবং এই তারিখের ১০ দিনের মধ্যে কমবেশি সকল ছাত্র ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা ঢুকে হয়ে যাওয়ার কথা। ওয়েবসাইটে গিয়ে যদি দেখেন যে আপনার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাস (Swami Vivekananda Scholarship Status) Verified দেখাচ্ছে তাঁরা চিন্তিত হবে না।

আসলে এত বেশি সংখ্যক শিক্ষার্থীদের Institution Region Code Wise টাকা প্রদানের প্রক্রিয়ায় বেশ কিছুটা সময়সাপেক্ষ। তাই অধর্য্য না হয়ে অপেক্ষা করুন। কয়েকদিনের মধ্যেই আপনি নিজের বৃত্তির টাকা অবশ্যই পেয়ে যাবেন।

তবে টাকা ঢোকার অপেক্ষা বেশিদিন না করে স্কলারশিপ আরেকবার Renewal করে নেওয়ার উপদেশ দিয়েছেন রাজ্য সরকার। এই Renewal সম্পর্কে সরকারের তরফে ডেডলাইনও দিয়ে দেওয়া হয়েছে।

যেসব শিক্ষার্থীরা আগেও এই বৃত্তির জন্য আবেদন করেছিলেন অথবা এই স্কলারশিপে টাকা পেয়েছেন তাদের দ্বিতীয়/তৃতীয়/চতুর্থ বর্ষে টাকা পাওয়া অব্যাহত রাখতে সকল যোগ্য শিক্ষার্থী কে ৩১ মে, ২০২৩ এর মধ্যে এই স্কলারশিপে renewal আবেদন করে রাখতে বলা হয়েছে। অন্যথায় পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে তাঁদের সমস্যায় পড়তে হতে পারে। তাই সমস্যা এড়াতে আগে থেকেই রিন্যুয়াল (Renewal) করে রাখুন।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker