ব্যবসা-বাণিজ্য

Business Ideas: বাড়িতে বসেই মেয়েদের করার জন্য ৬টি ব্যবসার ধারণা। সহজেই অনেক টাকা ইনকাম করতে পারবেন।

যেহেতু বর্তমানে চাকরির বাজার সংকুচিত হয়ে আসছে, সেই কারণে নতুন নতুন পন্থা অবলম্বন করছেন সকলে ব্যবসার (Business) জন্য। হ্যাঁ, সকলেই এখন ব্যবসার দিকে ঝুঁকছেন। মেয়েরাও নেই পিছিয়ে এই যাত্রায়। আজকাল সব মেয়েই হতে চায় স্বাবলম্বী (Independent) আর তাই, বহু মেয়েই ব্যবসার দিকে (Towards Business) এগিয়ে চলেছেন। আজ এইসব মেয়েদের রইলো আমাদের তরফ থেকে এমনই কিছু পন্থা রইলো যা আপনারা বাড়িতে বসেই করতে পারবেন এবং লাভ করবেন প্রচুর মুনাফা। তাহলে দেখে নেওয়া যাক বাড়িতে বসেই মেয়েদের করার জন্য ৬টি ব্যবসার ধারণা। (6 Home Business Idea for Women)

১) ফিটনেস ট্রেনার(Fitness Trainer):
প্রতিটি মানুষের দরকার শরীর সুস্থ রাখার জন্য শরীরচর্চা করা। বর্তমানে এই স্বাস্থ্যকর জীবনধারা (Healthy Lifestyle) এবং তার জন্য ব্যায়াম (Exercise) সারা বিশ্বের লোকেরা সহজেই গ্রহণ করছে। মানুষ প্রতিদিনের ব্যায়াম হিসাবে নাচ, অ্যারেবিকস এবং যোগব্যায়ামের (Dance, Arabics and Yoga) মতো বিভিন্ন ধরণের কার্যকলাপ করছে। মহিলারা পেশাদার প্রশিক্ষক (Fitness Trainer) হতে পারে এবং ফিটনেস সেন্টারের মালিক (Owner of Fitness Trainer Centre) ও পরিচালনা করতে পারে।

এই ক্ষেত্রে প্রধানত দুটি জনপ্রিয় এবং কার্যকর ভাগ দেখা যায়। সেগুলি হলো:

i) যোগব্যায়াম এবং ধ্যান কেন্দ্র(Yoga and Meditation Center):
মহিলারা যোগ ব্যায়ামের প্রশিক্ষণ (Yoga Training) দেওয়া শুরু করতে পারেন এবং যোগা প্রশিক্ষক এবং ধ্যান গুরু (Meditation Guru) হিসাবে সকলকে পেশাদার অনুশীলন করতে পারেন।

ii) জুম্বা প্রশিক্ষক(Zumba Trainer):
জুম্বা (Zumba) বর্তমানে একটি বিখ্যাত নাচের ফর্ম(Famous Dance Form)। এই জুম্বা (Zumba) করে চিরাচরিত ব্যায়ামের থেকে বেশি আনন্দ পান মানুষ। এটিকে মানুষেরা নিয়মিত ব্যায়ামের ফর্ম (Regular Exercise Form) হিসাবে বেছে নিয়েছেন। মহিলারা তাদের এলাকার বাসিন্দাদের জন্য জুম্বা ক্লাস (Zumba Class) শুরু করতে পারেন এবং ভালো মুনাফা (Profit) লাভ করতে পারেন।

২) বিউটি কেয়ার সেন্টার(Beauty Care Center):
সৌন্দর্যের যত্ন এমন একটি শিল্প যা নারীদের বিশেষ আকর্ষণের (Attraction of Ladies) এক জায়গা অর্জন করতে পারে। মহিলারা সৌন্দর্যের যত্ন নিতে পছন্দ করেন এবং নিজেরাই এটিকে পেশা (Career) হিসেবে নিয়ে দুর্দান্ত আয় করতে পারেন। এটি বর্তমানে একটি দারুণ ব্যবসার সুযোগ এনে দিচ্ছে মহিলাদের জন্য কারণ মহিলারা জানেন যে গ্রাহক (Customer) কী চান এবং সেই হিসেবে সেরাটি দেবার চেষ্টা করতে পারেন। কিভাবে এর মাধ্যমে ব্যবসা করা যায় তার টিপস নিচে দেওয়া হলো

i) স্পা এবং সেলুন(Spa and Salon):
যেসব মহিলাদের সৌন্দর্য বিষয়ে জ্ঞান আছে তাঁরা সহজেই সেলুন এবং স্পা সেন্টার (Spa and Salon Center) রাখতে পারেন। চুল এবং মেকআপ (Hair and Makeup) এমন জিনিস যাতে সাধারণত সব মহিলারাই বিশেষজ্ঞ (Experienced) হন। যেসব মহিলাদের এই বিষয়ে জ্ঞান (Knowledge) থাকবে তাঁদের জন্য একটি দুর্দান্ত ব্যবসার সুযোগ এটি যার মাধ্যমে প্রচুর অর্থ লাভ করা যায়।

ii) নেইল আর্ট স্টুডিও(Nail Art Studio):
বর্তমানে রমরমিয়ে চলছে এই নেইল আর্ট (Nail Art) নামক বিষয়টি।আপনার প্রিয় নখকে আরো সুন্দর করে তোলাটাই এই আর্টের বিশেষত্ব। নেইল আর্ট (Nail Art) মহিলাদের মধ্যে বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু হ্যাঁ, চাইলেই এই ব্যবসা শুরু করা সম্ভব না কারণ সবাই এতে বিশেষজ্ঞ (Experienced) হন না। এই বিষয়ে ঠিকঠাক জ্ঞান (Knowledge) থাকলে অনায়াসেই শুরু করতে পারেন এই ব্যবসা।

iii) ব্রাইডাল মেকআপ স্টুডিও(Bridal Makeup Studio):
সাম্প্রতিক বছরগুলিতে এই ব্রাইডাল মেকআপ (Bridal Makeup) ব্যাপারটি দারুণ ভাবে ছড়িয়ে পড়েছে। মোট কথা এটি বিবাহের জন্য মেয়েদের একদম পারফেক্ট সাজানোর একটি ব্যবসা(Business)। আপনাকে প্রপার জ্ঞানের (Proper Knowledge) সাথে এটি করতে চলবে। পর্যাপ্ত জ্ঞান থাকলে অবশ্যই আপনি করতে পারেন এই কাজটি এবং কিছুদিনের মধ্যেই প্রচন্ড মুনাফা (Profit) অর্জন করতে পারেন।

৩) ফ্রিল্যান্স লেখক(Freelance Writer):
আপনি কি ভালো লিখতে পারেন? লেখার মাধ্যমে তাহলে অর্থ উপার্জন (Money Earning) করার ক্ষমতা আপনার আছে। যদি আপনার ভাষাজ্ঞান ভালো হয় এবং লেখার প্রতি আপনার ভালবাসা থাকে তবে ফ্রিল্যান্স লেখক (Freelance Writer) পদটি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত। এই লেখার কয়েকটি ভাগ আছে যেমন:

i) প্রযুক্তিগত লেখা(Technology Writing):
বেশিরভাগ আইটি সংস্থাগুলি (IT Sector) আজকাল তাদের সামগ্রী নিয়ে লেখার জন্য ভালো লেখকদের সন্ধান করছে। যদি আপনার ভাষাগত জ্ঞান সাথে ভাল হয় এবং সামগ্রী বিষয়ে ভালোভাবে লিখতে পারেন তবে আপনি প্রযুক্তিগত লেখার একজন উপযুক্ত ফ্রিল্যান্স লেখক(Freelance Writer)। এই উপায়ে শুধু ফোন এবং ইন্টারনেটের (Smartphone and Internet) মাধ্যমে প্রচুর পরিমাণে অর্থ লাভ করতে পারেন।

ii) সৃজনশীল লেখা: 
বিজ্ঞাপন সংস্থা এবং অন্যান্য সংস্থাগুলি এমন লেখকদের সন্ধান করে যারা বিজ্ঞাপনদাতা, জিঙ্গেল এবং আরও অনেক কিছুর জন্য সৃজনশীল ধারণা নিয়ে আসতে পারে। আপনি আপনার ধারনা নিয়ে এই সংস্থাগুলির সাথে যোগাযোগ করতে পারেন এবং একজন ফ্রিল্যান্সার (Freelancer) হিসাবে তাদের সাথে কাজ করতে পারেন।

iii) ব্লগিং(Blogging):
আপনি আপনার ব্লগ (Blog) তৈরি করতে পারেন এবং আপনার কাছে যেগুলি গুরুত্বপূর্ণ বিষয় মনে হবে সেগুলি নিয়ে কথা বলতে পারেন। আপনি সেখানে আপনার মতামত প্রকাশ করতে পারেন এবং আপনার ব্লগকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। ধীরে ধীরে পর্যাপ্ত পরিমাণে অর্থ উপার্জনও (Money Earning) করতে পারবেন।

৪) বেকারির ব্যবসা(Bakery Business):
বর্তমানে এই ব্যবসাটিও ভীষণ জনপ্রিয়। বাড়িতে বসে, অনলাইনের মাধ্যমে (Through Online) টাটকা টাটকা খাবার (Fresh Fresh Food) খেতে সকলেই চান আর এই কাজটিই করছে হোম বেকারির ব্যবসায়ীরা। বাড়িতে বসে একদম ফ্রেশ কেক, বিস্কুট, চকোলেট ও অন্যান্য খাদ্য সামগ্রী (Fresh Cake, Biscuit, Chocolate and other Food Ingredients) তৈরি করছেন আর গ্রাহকদের (Customer) খুশি করছেন।

ছোট ব্যবসাগুলির মধ্যে বাড়িতে তৈরি খাবারের ব্যবসা বর্তমানে ভীষণ জনপ্রিয় এবং লাভজনক। যদি বেকিং (Baking) করতে আপনার ভালো লাগে তবে আপনি একটি বেকারি (Bakery) খুলতে পারেন এবং ঘরে তৈরি রেসিপিগুলি গ্রাহকদের মধ্যে ভাগ করে অর্থ উপার্জন (Money Earning) করতে পারেন। সামান্য বিনিয়োগের (Low Investment) মাধ্যমেই এই ব্যবসা করা যায়।

এই ব্যবসাটির সবচেয়ে ভালো দিক হল এটাই যে আপনি এটি আপনার রান্নাঘরে (Kitchen) শুরু করতে পারেন। আপনার দরকার পরবে শুধুমাত্র একটি উনুন (Gas) এবং কয়েকটি উপাদান (Some Other Ingredients) প্রয়োজন। আপনি অন্যান্য বেকড জিনিস (Baked Goods) যেমন বিভিন্ন ধরণের রুটি, মাফিন, কুকিজ এবং পিৎজাও (Bread, Muffin, Cookies and Pizza) বিক্রি করতে পারেন। এটি যে শুধুমাত্র একটি অন্য রকমের ব্যবসা তাই নয়, এটি একটি লাভজনক ব্যবসাও বটে।

৫) মেকআপ আর্টিস্ট(Makeup Artist):
বর্তমানে বহুল প্রচলিত পেশার মধ্যে এটিও একটি।মেক-আপ আর্টিস্ট হলেন (Makeup Artist) এমন একজন যিনি মেক-আপের মাধ্যমে আপনাকে আরো অনেক সুন্দর করে তুলতে পারে। তবে একজন মেকআপ আর্টিস্ট হিসেবে সফল হওয়ার জন্য আপনাকে অন্য যেকোনো ব্যবসার মতোই অনেক পরিশ্রম করতে হবে।

একজন স্বনামধন্য মেকআপ শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে অনেক সময় এবং ধৈর্য্য (Time and Patience) লাগে। পরিবর্তে আপনি পেয়ে যাবেন প্রচুর লাভ। একজন মেকআপ আর্টিস্ট হওয়ার জন্য আপনাকে সাজসজ্জার পাশাপাশি বিভিন্ন মুখের আকৃতি, ত্বকের টোন এবং অন্যান্য বিষয় অনুসারে বিভিন্ন মেকআপ শৈলী শিখতে হবে।

ঠিকঠাক মেকআপ শেখার জন্য অনেকেই কোর্স করান যার মাধ্যমে আপনি ভালোভাবে মেকআপ শিখে বিবাহ এবং অন্যান্য ইভেন্টগুলিতে সাজাতে পারেন ও প্রচুর অর্থ উপার্জন করতে পারেন।

৬) ক্যাফে(Cafe):
অর্থ উপার্জন (Money Earning) করার উপায়গুলির মধ্যে শেষ ছয় নম্বরটি হলো কফিহাউস বা ক্যাফের(Coffee House or Cafe)। আপনি যদি কফি ভালো বানাতে এবং উপভোগ করতে পারেন তবে একটি চমৎকার উপায় হলো এই ক্যাফে বা কফিহাউস(Cafe or Coffee House)। গ্রাহকদের আকৃষ্ট করতে, আপনি রাখতে পারেন একটি মেনু কার্ড যাতে বিভিন্ন খাবারের তালিকা থাকবে।

সবথেকে বড়ো ব্যাপার এটাই যে এই ব্যবসা শুরু করতে পারেন আপনার বাড়ির ছাদেও। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে খাবার খেতে সবাই পছন্দ করবেন। আপনি আপনার মেনুতে কেবল কফি ছাড়া আরও কিছু খাবার যোগ করতে পারেন যেমন স্যান্ডউইচ, বিভিন্ন পানীয়, বিভিন্ন ধরনের স্ন্যাকস (Sandwich, Drinks and Snacks) ইত্যাদি। ধীরে ধীরে এই ব্যবসা যত বাড়বে আপনার তত লক্ষ্মী লাভ হবে।

আশা করছি এই ব্যবসাগুলির আইডিয়া (Business Ideas) আপনার কাজে লাগবে। বিশেষত মহিলাদের জন্যই এই ব্যবসার আইডিয়াগুলি দেওয়া হলো। তবে ব্যবসা তো একদিনে হয়না, তা বেশ সময়সাপেক্ষ ব্যাপার।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker