KP Recruitment: প্রকাশিত হলো কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার তারিখ।
গত এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের(West Bengal Police Recruitment Board) পক্ষ থেকে লেডি কনস্টেবল(KP Lady Constable Recruitment) নিয়োগ এর একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। মাধ্যমিক পাশ যোগ্যতাতেই আবেদন করার সুযোগ ছিল এখানে।
কলকাতা পুলিশের(KP) বোর্ডের (Police Recruitment Board) পক্ষ থেকে কনস্টেবল/লেডি কনস্টেবল এর প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো। একটি অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে তারিখটি সম্পর্কে জানানো হয়েছে।
কনস্টেবল/লেডি কনস্টেবল এর প্রিলিমিনারি পরীক্ষার তারিখ হল ০৪/০৬/২০২৩ !
লেডি কনস্টেবল পদে থাকা কনস্টেবলরা প্রতি মাসে পে লেবেল ৬ অনুযায়ী ২২ হাজার ৭০০ টাকা থেকে ৫৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত বেতন পান
লেডি কনস্টেবল পদে আবেদন করার পর প্রথমে প্রার্থীদেরকে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা দিতে হয়। তারপর ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট(Physical Efficiency Test), ফিজিকাল মেজারমেন্ট টেস্ট(Physical Measurement Test) এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়। এরপর ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হয়।
হাতে রয়েছে আর মাত্র ২২ দিন তারপরেই কলকাতা পুলিশের কনস্টেবল/লেডি কনস্টেবল এর প্রিলিমিনারি পরীক্ষা (Constable Preliminary Exam) অনুষ্ঠিত হবে।
https://prb.wb.gov.in ওয়েবসাইট থেকে পরবর্তীকালে আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন।