ATM Rules 2023: কোন ব্যাঙ্কের ATM থেকে মাসে কতবার টাকা তোলা যায়? এর বেশি হলেই কত ফাইন কাটে? জানুন বিস্তারিত।
সারা দেশে ছোটো থেকে বড়ো, একাধিক ব্যাঙ্ক (Bank) আছে। সেই সঙ্গে রয়েছে ব্যাঙ্কের ATM! ATM মূলত সাধারণ মানুষের সুবিধার্থে বানানো যাতে মানুষজন ব্যাঙ্কে না গিয়েও সহজেই প্রয়োজনীয় টাকা তুলতে পারেন।
তবে ATM থেকে টাকা তুললেও, তার কিন্তু একটি সীমাবদ্ধতা (ATM Rules) আছে অর্থাৎ আমরা একটা নির্দিষ্টবার অবধিই টাকা তুলতে পারি। এর বেশিবার হয়ে গেলে একটি চার্জ (Charge) দিতে হয়। সেই চার্জের সাথে যুক্ত থাকে ট্যাক্সও(Tax)।
কোন ধরনের অ্যাকাউন্ট (Account) রয়েছে তার উপরেও এটিএম (ATM) থেকে বিনামূল্যে টাকা তোলা নির্ভর করে। Reserve Bank of India এর নিয়ম অনুযায়ী, প্রতিটি ব্যাঙ্কই অতিরিক্তবার টাকা তোলার জন্য কিছু চার্জ নেয়। এই চার্জ প্রতিটি ব্যাঙ্ক হিসেবে আলাদা আলাদা। দেখে নেওয়া যাক যে কোন ব্যাঙ্ক কত চার্জ কাটে তাদের ATM মারফত অতিরিক্তবার টাকা তুলতে!
State Bank of India:
SBI অর্থাৎ State Bank of India গ্রাহকদের জন্য সর্বাপেক্ষা পাঁচবার বিনামূল্যে ATM থেকে টাকা তুলতে দেয়। এর বেশি যতবার টাকা তোলা হবে ততবার ২০ টাকা+Gst দিতে হয় গ্রাহককে।
Punjab National Bank:
PMB অর্থাৎ Punjab National Bankও গ্রাহকদের জন্য সর্বোচ্চ পাঁচবার বিনামূল্যে লেনদেনের সীমা রেখেছে। এখানেও এর বেশি যতবার টাকা তোলা হবে, ততবার গ্রাহকদের থেকে ২০ টাকা+GST নেওয়া হবে।
Bank of India:
BOI অর্থাৎ Bank of India গ্রাহকদের জন্য সর্বাপেক্ষা দশবার বিনামূল্যে লেনদেনের সুযোগ দেয়। এর অতিরিক্ত যতবার টাকা তোলা হবে ততবার ২১+GST টাকা চার্জ নেওয়া হবে। এই ব্যাঙ্কের শাখাগুলিতেও একই নিয়ম।
HDFC Bank:
HDFC Bankও তার গ্রাহকদের জন্য সর্বোচ্চ ১০ বার বিনামূল্যে টাকা লেনদেনের সুযোগ দেয়। এর বেশিবার হলেই ২১ টাকা+GST নেওয়া হয়। এই ব্যাঙ্কের শাখাগুলিতেও একই নিয়ম বর্তায়।
ICICI Bank:
ICICI Bank তার গ্রাহকদের সবথেকে বেশি ৫ বার বিনামূল্যে অর্থ লেনদেনের সুযোগ দেয় ATM মারফত। এর বেশিবার হলেই ২০ টাকা+GST নেওয়া হয়। এই একই নিয়ম ব্যাঙ্কের শাখাগুলোতেও অপরিবর্তিত থাকে।
Axis Bank:
Axis Bank তার গ্রাহকদের সবথেকে বেশি ৫ বার বিনামূল্যে অর্থ লেনদেনের সুযোগ দেয় ATM মারফত। এর বেশিবার হলেই ২০ টাকা+GST নেওয়া হয়। এই একই নিয়ম ব্যাঙ্কের শাখাগুলোতেও পরিবর্তিত হয়না।
-Written by Riya Ghosh