টেকনোলজি

Aadhaar Card: আপনার আধার কার্ড কি সক্রিয় আছে, না নিষ্ক্রিয় হয়ে গেছে? কিভাবে চেক করবেন পরপর দেখে নিন।

আধার হলো ১২ সংখ্যার একটি ইউনিক নাম্বার (Unique Identification Number) যা ভারত সরকার দ্বারা চালু করা হয়েছিল। ভারতের প্রতিটি নাগরিকের জন্যই আধার কার্ড(Aadhaar Card) তৈরি করা বাধ্যতামূলক। আধার কার্ডে থাকে নথিভুক্ত ব্যক্তির নাম, স্থায়ী ঠিকানা, আঙুলের ছাপ, ছবি, লিঙ্গ পরিচয় এবং বয়সের তথ্য। আধার কার্ড বর্তমানে গুরুত্বপূর্ণ একটি নথি। আয়কর রিটার্ন দাখিল করা শুরু করে মৃত্যুর শংসাপত্র পাওয়ার জন্যও দরকার হয় আধার কার্ড। এ ছাড়া যে কোন রকম সরকারি সুযোগ-সুবিধা নেওয়ার জন্য, ব্যাংকিং এর কাজে, টাকা তোলার এবং জমা দেওয়ার ক্ষেত্রেও দরকার হয় আধার কার্ডের। বর্তমানে ভারতে প্রায় ১.১২ বিলিয়নেরও বেশি মানুষের নাম নথিভুক্ত রয়েছে আধার পোর্টালে, যা মোট জনসংখ্যার প্রায় ৮৮.২ শতাংশ।

সম্প্রতি একটি রিপোর্টে কেন্দ্র সরকার জানিয়েছে যে, UIDAI বা Unique Identification Authority of India আজ পর্যন্ত প্রায় ৮১ লক্ষ আধার কার্ড বাতিল করে দিয়েছে। এই বিপুল সংখ্যক আধার কার্ড বাতিল(Adhaar Card Ban) করার পিছনে রয়েছে একাধিক কারণ। তাই এমন অবস্থায় আপনার আধার কার্ড কি সক্রিয় আছে নাকি নিষ্ক্রিয় হয়ে গেছে তা আপনার জেনে নেওয়া উচিত। আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে কিভাবে পুনরায় সক্রিয় করবেন? (How to active your Aadhaar Card?)

আধার কার্ড বাতিল করার কারণ কি?

যদি আপনাদের আধার নম্বর-এ কোন রকম সমস্যা হয় বা বায়োমেট্রিক ডেটা নিয়ে কোন রকম অসঙ্গতি দেখা যায় বা সহায়ক নথিতে কোন রকম অসঙ্গতি ধরা পড়লে আধার কার্ড বাতিল করা হতে পারে

আধার কার্ড সক্রিয় আছে নাকি নিষ্ক্রিয় আছে- তা কিভাবে দেখবেন?

  • ১. প্রথমে আপনাদেরকে আধার কার্ডের অফিসিয়াল পোর্টাল UIDAI বা Unique Identification Authority of India এর অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকতে হবে।
  • ২. Aadhaar Service ট্যাব থেকে Verify Aadhaar Number অপশনে ক্লিক করতে হবে এবং আপনার ১২ সংখ্যার আধার নম্বর এবং সিকিউরিটি কোড দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে।

আপনার আধার নম্বর যদি সক্রিয় থাকে তাহলে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে সেখানে আপনাদের আধার কার্ডের স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন। তাছাড়া স্ক্রিনে আধার কার্ড হোল্ডারের বয়স, রাজ্য এবং মোবাইল নম্বরের শেষ তিনটি সংখ্যা দেখানো হবে। আধারের স্ট্যাটাস পরীক্ষা করার জন্য ওটিপি এর কোনো রকম প্রয়োজন নেই।

যদি আপনার আধার কার্ড কোন কারণে নিষ্ক্রিয় হয়ে গিয়ে থাকে তাহলে মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনে আপনারা দেখতে পারবেন “Does not Exist” লেখাটি।

আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে কিভাবে পুনরায় সক্রিয় করবেন?

কোন কারনে যদি আপনার আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়ে থাকে, তাহলে আপনাকে প্রয়োজনীয় সমস্ত নথি নিয়ে আধার তালিকাভুক্ত কেন্দ্রে গিয়ে আধার আপডেট ফর্ম জমা দিতে হবে। এই কাজের জন্য আপনাকে ২৫ টাকা চার্জ দিতে হবে।

আধার তালিকাভুক্ত কেন্দ্রে গিয়ে পুনরায় আপনার বায়োমেট্রিক যাচাই করা হবে এবং সমস্ত তথ্যগুলি আপডেট করা হবে। অনলাইন বা পোস্ট অফিস মারফত এই কাজটি আপনারা করতে পারবেন না। একমাত্র আধার কেন্দ্রে গিয়েই আপনাদের এই কাজটি করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker