বিদেশে পড়তে যাওয়ার ইচ্ছা আছে? এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখুন, পাবেন সুবিধা।
অনেক পড়ুয়াদের স্বপ্ন থাকে বিদেশে গিয়ে উচ্চশিক্ষা (Higher Education Abroad) সম্পূর্ণ করার। তবে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের পড়ুয়াদের বিদেশে গিয়ে পড়াশুনা করার স্বপ্ন সব সময় বাস্তব হয় না। আর্থিক কারণেই হোক বা পরিবারের সমস্যা, অনেক সময় তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যায়।
তবে বেশ কয়েকটি টিপস মেনে চললে বিদেশে গিয়ে পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই সুবিধা পেতে পারেন আপনারা। থাকা-খাওয়া, কোর্স ফি, যাতায়াত ইত্যাদি সম্পর্কিত বেশ কিছু ক্ষেত্রে আপনারা সুবিধা পেতে পারেন কয়েকটি জিনিস মাথায় রাখতে পারলেই।
প্রথমে আগে থেকে প্রস্তুতি নেওয়া প্রয়োজন:
বিদেশ গিয়ে উচ্চশিক্ষা সম্পূর্ণ করার পরিকল্পনা থাকলে আগে থেকেই আপনাদের ভবিষ্যৎ সম্পর্কে প্রস্তুতি নিতে হবে। প্রথমে লক্ষ্য স্থির করতে হবে, তারপর পড়ুয়াদের চাহিদা অনুযায়ী সমস্ত খোঁজ খবর নেওয়ার পরেই বিদেশ যাত্রার জন্য তৈরি হতে হবে।
ঠিক করুন কোন কোর্স করতে চান:
বিদেশে গিয়ে উচ্চশিক্ষা সম্পূর্ণ করার পরিকল্পনা থাকলে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন কোর্স করতে চান। তাছাড়া সেই কোর্স(Abroad Courses) পড়ার পর আপনাদের ভবিষ্যৎ কেরিয়ার কতটা সুন্দর হতে পারে, সেই বিষয়টিও আগেভাগেই ভেবে নেয়া প্রয়োজন। সেক্ষেত্রে কোন কোর্সটি পড়লে ভবিষ্যতে আপনারা বেশি লাভবান হবেন, তা আগে থেকেই ঠিক করে নিতে হবে।
যেখানে পড়তে চান সেখানকার খরচ সম্পর্কে ধারণা লাভ করুন:
দৈনন্দিন জীবনযাত্রায় বেশ কিছু খরচ আমাদের হয়ে থাকে। তবে এক একটি দেশে সেই খরচের পরিমাণ এক এক রকম হয়। অন্য দেশে আপনি যখন উচ্চশিক্ষার(Higher Education) জন্য যাচ্ছেন, তার আগে প্রথমেই খোঁজ নিতে হবে সেখানকার থাকা খাওয়া-সহ বিভিন্ন বিষয়ে কেমন খরচ হতে পারে। আগেভাগে একটি আইডিয়া থেকে থাকলে পরে হঠাৎ করে কোনরকম সমস্যার মধ্যে পড়তে হবে না।
স্কলারশিপের সম্পর্কে খোঁজ নিন:
বিভিন্ন কোর্স বিদেশে করার ক্ষেত্রে বিভিন্ন রকম স্কলারশিপ(Abroad Scholarship) পাওয়া যায়। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের তত্ত্বাবধানে বিদেশে পড়ার জন্য স্কলারশিপের ব্যবস্থা করা হয়। এই সমস্ত স্কলারশিপ স্কিম গুলির ব্যাপারে আগেভাগে খোঁজ নেওয়া প্রয়োজন। তাতে করে পরবর্তীকালে আপনাদের বেশ আর্থিক সাশ্রয় হতে পারে।
কোথায় কোন কোর্সের খরচ কম জানতে হবে:
সকলের হাতেই রয়েছে স্মার্টফোন এবং ইন্টারনেট। ইন্টারনেটে(Internet) সার্চ করে দেখতে হবে কোন দেশে কোন কোর্সের খরচ তুলনামূলক কম হতে পারে। যেমন মেডিকেল পড়াশোনার ক্ষেত্রে রাশিয়া এবং চীনে খরচ অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম। আবার আমেরিকা এবং ব্রিটেনের তুলনায় জার্মানি, নরওয়ে এবং সুইজারল্যান্ডে পড়াশোনার খরচ বেশ কম।