চার বছরের অনার্স কোর্সে বাড়তি কোন কোন সুবিধা পেতে চলেছেন পড়ুয়ারা?
জাতীয় শিক্ষানীতি(National Education Policy) মেনে রাজ্যের একাধিক কলেজে শুরু হয়েছে চার বছরের অনার্স কোর্স। অন্যান্য রাজ্যেও চার বছরের অনার্স কোর্স প্রোগ্রাম(4 Years Honours Programme) চালু করা হয়েছে। এর আগে অনার্স ডিগ্রী পাবার জন্য তিন বছরের কোর্স করতে হতো। তবে নতুন শিক্ষানীতিতে তা এক বছর বর্ধিত হয়েছে।
জাতীয় শিক্ষা নীতি মেনে রাজ্যেও চালু হয়েছে চার বছরের অনার্স কোর্স। চলতি শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম চালু হয়ে গিয়েছে। দেখে নিন চার বছরের অনার্স কোর্সে কি কি বদল এলো এবং ছাত্র-ছাত্রীরা অতিরিক্ত কোন কোন সুবিধা পাবেন।
১. National Education Policy, 2020 অনুযায়ী মোট আটটি সেমিস্টারের মধ্য দিয়ে গ্রাজুয়েশন কোর্স সম্পূর্ণ করতে হবে। প্রথম, তৃতীয়, পঞ্চম এবং সপ্তম সেমিস্টার শুরু হবে বছরের প্রথমে জানুয়ারি মাস থেকে এবং অন্যান্য সেমিস্টারগুলি শুরু হবে জুলাই মাস থেকে।
২. মোট চার বছরে ৮টি সেমিস্টার হবে। প্রত্যেকটি সেমিস্টারের সময়সীমা হবে ছয় মাস। বছরের প্রথমে এক একটি সেমিস্টার(Semester) শুরু হয়ে বছরের মাঝামাঝি পর্যন্ত চলবে। আবার পরবর্তী সেমিস্টার বছরের মাঝে শুরু হয়ে বছরের শেষ পর্যন্ত চলবে।
৩. জাতীয় শিক্ষানীতির এই চার বছরের স্নাতক কোর্সে মাল্টিপল Entry এবং এক্সিট(Multiple Entry Exit) অপশনের সুবিধা থাকছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বছর শেষ হবার পর পড়ুয়ারা চাইলে তাদের কোর্স ছেড়ে দিতে পারবেন। তখন যোগ্যতা অনুযায়ী শিক্ষার্থীদের সার্টিফিকেট (College Certificate) দেওয়া হবে। সম্পূর্ণ 4 বছরের কোর্সটি সম্পূর্ণ করলে তারা অনার্স সার্টিফিকেট পাবেন।
৪. এর আগে মাস্টার্স ডিগ্রী করার জন্য দু’বছর পড়াশোনা করতে হতো। তবে চার বছর স্নাতক কোর্স সম্পূর্ণ করার পর যদি কেউ মাস্টার ডিগ্রি(Master’s Degree) করতে চান, তাহলে তাকে এক বছরের পোস্ট গ্রাজুয়েশন কোর্স(Post Graduation Course) করতে হবে।
৫. অনার্স কোর্সের পড়ুয়াদের ‘ইন্টার ডিসিপ্লিনারি কোর্স’ ও ‘সামার ইন্টার্নশিপের’ সুবিধা থাকছে। হাতে-কলমে প্রজেক্টের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে শিখতে পারবেন এখানে।
৬. নতুন শিক্ষানীতি অনুযায়ী শিক্ষার্থীদের ৭৫ শতাংশ উপস্থিতি(75% Attendance) বাধ্যতামূলক। উপস্থিতির হার ৭৫ শতাংশ না থাকলে তাকে পরীক্ষাতেই বসতে দেওয়া হবে না।
রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল এবার কলেজে পড়ুয়ারা ভর্তি হবেন কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে। তবে বিশেষ কিছু কারণে এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে রাজ্য সরকার এবং গতবারের মতোই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। আন্ডার গ্রাজুয়েট কোর্সের পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। ১ আগস্ট থেকে তাদের নতুন ক্লাস শুরু হয়েছে।