কেন্দ্রীয় সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ, প্রতিমাসে স্টাইপেন্ড ১০ হাজার টাকা।
সমগ্র দেশের ছাত্রছাত্রীদের জন্য চালু করা হলো বিশেষ ইন্টার্নশিপ (Special Internship) যা কেন্দ্রীয় সরকারের (Central Government) কর্মী বিনিয়োগ, জন অভিযোগ ও পেনশন মন্ত্রক অর্থাৎ Ministry of Personal ও Public Grievances’ and Pension -এর অন্তর্গত ‘National Centre for Good Governance’-এর পক্ষ থেকে চালু করা হলো।
সম্প্রতি প্রকাশিত একটি বিজ্ঞপ্তি (Notification) অনুযায়ী, চলতি বছরের অর্থাৎ এই ২০২৩ সালেরই জুন মাস থেকে শুরু হয়ে যাবে এই কার্যক্রম। এই কার্যক্রমের প্রথম স্তরের জন্য মোট ২২ জন স্নাতক এবং স্নাতকোত্তর পড়ুয়াদেরকে (Students of Graduation and Masters) নির্বাচন করা হবে। সারাবছর ধরেই চলবে এই বিশেষ কার্যক্রম(Special Curriculum)। এই সুযোগ বারবার আসবেনা তাই আজকের এই প্রতিবেদনে জেনে নিন কিভাবে এই কার্যক্রমে আবেদন করা যাবে।
আবেদন করার জন্য আবশ্যিক যোগ্যতা:
- ১. যেসকল পড়ুয়া বিজ্ঞান, আইন অথবা কারিগরি বিদ্যা (Science, Law or Engineering) -র শাখায় স্নাতক এবং স্নাতকোত্তর (Graduation or Masters) শেষ করেছেন বা বর্তমানে করছেন তাঁরা এই কার্যক্রমে আবেদন করার জন্য যোগ্য।
- ২. ইচ্ছুক আবেদনকারীদের কিন্তু অবশ্যই আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/ শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনুমোদনপত্র পেশ করতে হবে।
- ৩. যেসকল ভারতীয় পড়ুয়ারা বর্তমানে বিদেশে পাঠরত তারাও এই শিক্ষানবিশি কার্যক্রমের জন্য আবেদন জানাতে পারবেন।
বয়সসীমা:
আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
কতদিন অবধি চলবে এই ইন্টার্নশিপের কার্যক্রম?
এই কার্যক্রম চলবে আট সপ্তাহ থেকে ছয় মাস পর্যন্ত।
কোন কোন বিষয়ে শিক্ষালাভ করবেন পড়ুয়ারা?
পড়ুয়ারা বিশিষ্টজনদের তদারকিতে দেশের সুশাসন পদ্ধতি সংক্রান্ত মোট ১২ টি বিষয়ে প্রশিক্ষণ পাবেন।
মাসিক স্টাইপেন্ড কত টাকা পাবেন?
মাসিক ১০ হাজার টাকা করে স্টাইপেন্ড পাবেন এবং এর সাথেই পাবেন হাতে কলমে কাজের সুযোগও।
আবেদন জানানোর তারিখ:
প্রতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে National Centre for Good Governance’-এর Online Portal এ আবেদন জানানো যাবে।
আরো বিশদে জানতে হলে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) চোখ রাখুন।
Important Links
Official Website: Click Here
Official Notification: Click Here
-Written by Riya Ghosh