PAN-Aadhaar Link: প্যান কার্ড হারিয়ে গিয়েছে? নম্বর মনে নেই? এখন কীভাবে প্যান-আধার লিঙ্ক করাবেন?
ভারতের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকল প্যান কার্ড গ্রাহকদের বহুদিন ধরেই বলা হচ্ছে আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক(PAN-Aadhaar Link) করানোর জন্য। একের পর এক ডেডলাইন বাড়ানোর পরেও অধিকাংশ গ্রাহকে তাতে কর্ণপাত করেননি।
এর আগে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে বলা হয় যে ৩১ মার্চ ২০২৩ এর মধ্যে যদি কোন ব্যক্তি তাদের আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক না করান, তাহলে ১ এপ্রিল থেকে তাদের প্যান কার্ড বাতিল হয়ে যাবে এবং ভবিষ্যতে তাদের বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হতে পারে।
তবে মার্চ মার্চ শেষ হয়ে যাবার পর আয়কর দপ্তরের পক্ষ থেকে আরো একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয় যে , আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ এই বছরের ৩০ শে জুন।
৩০ জনের মধ্যে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক না করালে দিতে হতে পারে মোটা অংকের জরিমানা। এখন যদি আপনার প্যান কার্ড হারিয়ে যায় বা আপনার প্যান কার্ডের নম্বর মনে না থাকে , তাহলে কিভাবে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করবেন? (How to Link Your Lost PAN Card?)
এমন কোন পরিস্থিতির মধ্যে পড়লে বিশেষ চিন্তার কিছুই নেই। কারণ আপনার প্যান কার্ড যদি হারিয়ে যায় বা চুরি যায়, তাহলে আপনি অফলাইন বা অনলাইনের মাধ্যমে ডুপ্লিকেট প্যান কার্ডের আবেদন করতে পারবেন। তবে হারিয়ে যাওয়া প্যান কার্ডের বিষয়ে জানিয়ে লোকাল থানায় একটি এফআইআর করতে হবে এবং নিজের কাছে সেই এফ আই এর অনুলিপি রাখতে হবে।
নতুন প্যান কার্ডের আবেদন পত্র নিয়ে যেতে হবে Protean eGov Technologies Limited কেন্দ্রে। সেখানকার সংশ্লিষ্ট অধিকারীদের কাছ থেকে আপনাকে ৪৯A আবেদন পত্রটি নিয়ে সেটি পূরণ করতে হবে এবং তার সাথে পাসপোর্ট সাইজের ছবি, পরিচয় পত্র ,ঠিকানার প্রমাণ, এফ আই আর এর কপি সংযুক্ত করে জমা করতে হবে।
টাকা দেওয়ার জন্য একটি চেক সংযুক্ত করতে হবে এবং সেটি প্যান অফিসে জমা দিতে হবে। খামের ওপরে লিখতে হবে প্যান চেঞ্জ রিকুয়েস্ট। আবেদন করার দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই আবেদনকারীর কাছে ডুপ্লিকেট প্যান কার্ড পৌঁছে যাবে।
এরপর ডুপ্লিকেট প্যান কার্ড দিয়ে আপনারা খুব সহজেই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করে নিতে পারবেন।