টেকনোলজি

মাত্র ১৬৫০০ টাকায় লঞ্চ হলো জিও ল্যাপটপ, জানুন সমস্ত ফিচার।

ভারতের জনপ্রিয় টেলিকম সংস্থাগুলির মধ্যে অন্যতম একটি টেলিকম সংস্থা হল রিলায়েন্স জিও। মাঝে মাঝে জিও সংস্থার পক্ষ থেকে গ্রাহকদের কথা মাথায় রেখে বিভিন্ন সস্তা প্যাক লঞ্চ করা হয়। তবে সম্প্রতি জিও সংস্থার পক্ষ থেকে একটি ল্যাপটপ (Jio Laptop) লঞ্চ করা হয়েছে যা সমসাময়িক অন্যান্য ল্যাপটপের দামের তুলনায় অনেকটাই কম।

৩১ শে জুলাই ভারতে এসেছে জিও ল্যাপটপ। অবশ্যই এর আগেই জিও সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল এই সম্পর্কে। ২০২২ সালের অক্টোবর মাসে লঞ্চ করা হয়েছিল জিওবুক ল্যাপটপ। সে সময় ভারতীয়দের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এই ল্যাপটপ। কিছুদিনের মধ্যে আমাজনসহ বিভিন্ন ই-কমার্স সাইটে এই ল্যাপটপের টিজার প্রকাশ করা হয়েছিল। বলা হয়েছিল ৩১ জুলাই, ২০২৩ তারিখে লঞ্চ করা হবে জিও ল্যাপটপ।

দাম এবং ফিচারের দিক থেকে চমকের পর চমক এনেছে জিওবুক ল্যাপটপ। ল্যাপটপের ওজন রাখা হয়েছে মাত্র ৯৯০ গ্রাম। খুব সহজেই এই ল্যাপটপটি বহন করা যাবে। এতে আছে ৪জি সাপোর্টযুক্ত,
অক্টা-কোর প্রসেসর। থাকছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথের মত সুবিধা।

জিওবুক ল্যাপটপে আছে ১১.৬ ইঞ্চি এইচডি ডিসপ্লে। থাকছে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ফ্ল্যাশ মেমোরি স্টোরেজ। সর্বোচ্চ ২৫৬ জিবি পর্যন্ত এসডি কার্ড ব্যবহার করতে পারবেন এখানে। পাশাপাশি জিও দিচ্ছে ১০০ জিবি পর্যন্ত ক্লাউড স্টোরেজ সম্পূর্ণ বিনামূল্যে। তবে এই স্টোরেজ আপনারা বিনামূল্যে এক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

ল্যাপটপে ২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। ব্যাটারি ক্যাপাসিটি 4000 mAh, একটানা ৮ ঘণ্টা ধরে ব্যবহার করতে পারবেন ল্যাপটপটি। জলের দরে এই ল্যাপটপটি বিক্রি করতে চলেছে জিও। ভারতের বাজারে ল্যাপটপটির দাম রাখা হয়েছে মাত্র ১৬ হাজার ৪৯৯ টাকা। এত কম দামে কোনদিন ল্যাপটপ কিনেছেন কিনা, সন্দেহ আছে।

ইতিমধ্যে বহু মানুষ এই ল্যাপটপটি অর্ডার দিয়ে ফেলেছেন। এতদিনে অনেকের হাতেও পৌঁছে গিয়েছি ল্যাপটপটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker