Spoken English: ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে কোন কাজগুলি করবেন? আসুন জানা যাক।
বর্তমানে ইংরেজি ভাষা (English Language) দৈনিক জনমাধ্যম হয়ে দাঁড়িয়েছে। ইংরেজি ভাষাতেই প্রধানত আজকাল সমস্ত কাজ কর্ম হয়। সে হোক অফিসিয়াল কাজকর্ম (Official Works) কিংবা হোক অন্য দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব বাড়ানো(Growing Friendship)। ভালো ক্যারিয়ার গড়তে চাইলেও ইংরেজি ভাষায় দক্ষতা জরুরি।
তবে আমাদের অর্থাৎ বাংলার মানুষের মাতৃভাষা (Mother Tongue) বাংলা হওয়ায় সহজ হয়না বিদেশি এই ভাষায় আয়ত্ত আনা! যাঁরা চেষ্টা করেন তাঁরা গরগড়িয়ে ইংরেজি যেমন বলেন ঠিক তেমনি সামান্য ইংরেজি বলতে বেগ পেতে হয় এমন মানুষও আছে। তাহলে কী ইংরেজি সবাই শিখতে পারবেন না? এতই কি কঠিন এই ভাষা?
এর উত্তর হলো হ্যাঁ এবং না অর্থাৎ যে কেউ চেষ্টা করলেই ইংরেজি ভাষা শিখে পটু হতে পারেন এবং মোটেও এই ভাষা খুব কঠিন নয়। শুধু দরকার নিয়মিত অভ্যাসের। ইংরেজি ভাষা শেখার এবং দক্ষ হয়ে ওঠার কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি আছে। আজ এই প্রতিবেদন মারফত সেইসব বিষয়েই আলোচনা করবো। মন দিয়ে সবকটা পদ্ধতি মেনে চলবেন। (How to Speak English Fluently?)
ইংরেজি ভাষা বলার কথা শুনলেই এক অজানা ভয় চেপে ধরে। বলতে গিয়ে আটকে যায় কথা। এসব রোধ করার কিছু বিশেষ পদ্ধতি আছে। আসুন দেখি সেগুলি কী কী।
i) ভিডিও রেকর্ড করুন।
ii) বলার আগে ভাবুন।
iii) আয়নার সামনে দাঁড়িয়ে অনুশীলন করুন।
iv) ইংরেজি সংবাদপত্র পড়ুন প্রচুর।
v) প্রচুর ইংরেজি বই পড়ুন।
উপরোক্ত বিষয়গুলি মাথায় রেখে এগোলেই ইংরেজি ভাষাতে আপনি হয়ে উঠবেন পারদর্শী। নীচে এই বিষয়গুলি নিয়ে বিশদে আলোচনা করা হলো-
i) ভিডিও রেকর্ড করুন(Do Video Record):
কোনো একটি বিষয় নির্বাচন করুন। সেই বিষয়ে যা যা জানেন তা একটি খাতায় লেখার চেষ্টা করুন। এবারে ফোনের ক্যামেরা অন করে সেই লেখাটি পড়ুন আর কয়েকবার অভ্যাসের পরে না দেখে ভিডিও রেকর্ড করুন। যেগুলি ভুল হবে সেগুলো বারবার চেষ্টা করুন আর বারবার বলুন। দেখবেন আস্তে আস্তে কত স্পষ্ট আর দ্রুত বলতে পারছেন।
ii) বলার আগে ভাবুন(Think Before You Speak):
না ভেবেই ইংরেজি বলার চেষ্টা করবেন না। আমরা বাঙালি তাই বাংলাতেই আগে ভাবি। এবারে সেই বাংলাটি ইংরেজিতে ভাবুন ও শেষে বলুন। অনেক সহজ হয়ে যাবে এভাবে ইংরেজি বলা।
iii) আয়নার সামনে দাঁড়িয়ে অনুশীলন করুন(Practice In front of a Mirror):
আয়নার সামনে দাঁড়িয়ে বললে আমাদের উচ্চারণ বেশি স্পষ্ট হয় আর অন্যের সামনে ভুল বলে হাসির খোরাকও হতে হয়না। একটি বিষয় নির্বাচন করে যা মনে হয় বলুন ইংরেজিতে। ভুল হোক তবু বলুন। ভুল করলেই শিখতে পারবেন। চেষ্টা করে দেখুন পদ্ধতিটি।
iv) ইংরেজি সংবাদপত্র পড়ুন(Read English Newspaper):
এটি ভীষণ ভালো এবং কার্যকরী পদ্ধতি। এই ভাবে দৈনিক খবর যদি ইংরেজিতে পড়েন তাহলে শুধু যে ইংরেজি ভাষাতে দক্ষতা বাড়বে তাই নয় বরং প্রচুর নতুন নতুন ইংরেজি শব্দ শিখবেন যা আপনার ভবিষ্যতে কাজে লাগবে।
v) প্রচুর ইংরেজি বই পড়ুন(Read English Books):
আগের পয়েন্টটির মতোই এটিও খুবই গুরুত্বপূর্ণ পদ্ধতি। এভাবে আপনি ধীরে ধীরে ইংরেজি ভাষা ও সাহিত্যে পটু হয়ে উঠবেন। ইংরেজিতে ভয় কেটে গিয়ে গড়গড় করে ইংরেজি বলতে পারবেন আপনিও। চেষ্টা করে দেখুন।
-Written by Riya Ghosh