JU Admission: মেডিক্যাল ফিজিক্সে ডিপ্লোমা করার সুযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, জানুন বিশদে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (JU) মেডিক্যাল ফিজিক্সে (Medical Physics) ডিপ্লোমা করার সুযোগ। এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় তার অফিসিয়াল ওয়েবসাইটে(Official Website)। এই কোর্সটির সম্পূর্ণ নাম ‘Post M.sc Diploma Course in Medical Physics’! কোর্সটিতে ভর্তি হবার যোগ্যতা সমেত অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে চাইলে শেষ অবধি পড়ুন প্রতিবেদনটি।
আবশ্যিক যোগ্যতা:
i) এই কোর্সটিতে ভর্তি হতে পারেন যে কেউ অর্থাৎ ভারতীয় ছাড়াও অন্যান্য দেশের নাগরিকও এই কোর্সটিতে ভর্তি হতে পারেন।
ii) যে কোনও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০ শতাংশ নম্বরে ফিজিক্সে (Physics) স্নাতকোত্তর (Post Graduation) হতে হবে।
iii) এমনকি যে সমস্ত প্রার্থী গত একবছর ধরে রেডিওথেরাপি (Radiotherapy) এবং মেডিক্যাল ফিজিক্সে (Medical Physics) কাজ করছেন, তাঁরাও ভর্তি হতে পারবেন কোর্সটিতে।
মোট আসন সংখ্যা:
মোট আসন সংখ্যা ১০টি।
কোর্সটির সময়সীমা:
প্রতিদিন বিকেল ৫টে থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস হবে এবং কোর্সের মেয়াদ ১ বছর।
কোর্স বাবদ মোট খরচ:
সবমিলিয়ে কোর্সটির সম্পূর্ণ কোর্স মূল্য ৮৪ হাজার টাকা।
আবেদনপত্রের মূল্য:
আবেদনপত্র মূল্য ৫০০ টাকা ধার্য করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ:
আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ এপ্রিল।
ভর্তির নিয়োগ প্রক্রিয়া:
আবেদনের উপর ভিত্তি করে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ে (Interview) ডাকা হবে। তারপর ইন্টারভিউয়ের ভিত্তিতে মেধাতালিকা (Merit List) প্রকাশ করা হবে। সবশেষে হবে ভর্তি।
আবেদনকারীর নামের তালিকা প্রকাশের তারিখ:
আবেদনকারীর নামের তালিকা প্রকাশিত হবে ১৭ই মে।
ইন্টারভিউয়ের তারিখ:
ইন্টারভিউ হবে ১২ থেকে ১৪ জুনের মধ্যে।
মেধাতালিকা প্রকাশের তারিখ:
মেধাতালিকা প্রকাশিত হতে পারে ২৬শে জুন।
ভর্তির তারিখ:
ভর্তি নেওয়া হবে ১০ই জুলাই।
এছাড়াও বিশদে জানতে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট চেক করতে পারেন।
Important Links:
Official Website: Click Here
Official Notification: Download Now
-Written by Riya Ghosh