Kolkata Police Recruitment: কলকাতা পুলিশের নিয়োগ শুরু করার তৎপরতা রাজ্য সরকারের,জানুন বিশদে।
গত বৃহস্পতিবার নবান্নে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandopadhyay)। এই বৈঠকে তিনি রাজ্যের কর্মসংস্থান বিষয়ে একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন। ওইদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টত নির্দেশ দেন তিন মাসের মধ্যে পুলিশের নিয়োগ প্রক্রিয়া(Kolkata Police Recruitment) সম্পন্ন করার জন্য।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়া মাত্রই রাজ্য পুলিশদপ্তরে জোরকদমে তোড়জোড় শুরু হয়েছে। সূত্র অনুযায়ী, খুব তাড়াতাড়ি কলকাতা পুলিশের ১২ হাজার শূন্যপদে নিয়োগ করার সূচনা হবে।
বহুকাল যাবৎ কলকাতা পুলিশের বিভিন্ন শূন্যপদের নিয়োগ বন্ধ রয়েছে। ফলস্বরূপ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে শূন্যপদের সংখ্যা। দিনের পর দিন কমছে ইন্সপেক্টর(Inspector), সার্জেন্ট(Sergeant) ও কনস্টেবলের(Constable) সংখ্যা। এই অবস্থায় খুব শীঘ্রই পুলিশের বিভিন্ন পদে নিয়োগের খুব বেশি প্রয়োজন আছে।
কলকাতা পুলিশে অনুমোদিত পদের সংখ্যা ৩৫ হাজার ৬০৯ টি। যার মধ্যে ২৩ হাজার ২৬৮ জন বিভিন্ন পদে ইতিমধ্যেই কর্মরত আর বাকি রয়ে গিয়েছে ১২ হাজার ৩৪১ টি শূন্যপদ। আর এই শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে শীঘ্রই।
সূত্র অনুযায়ী পুলিশের কোন পদে কতজনকে নিয়োগ করা হবে দেখে নেওয়া যাক।
পদের নাম:
Sub Inspector of Police
শূন্যপদের সংখ্যা:
৫৯২টি।
পদের নাম:
Police Constable
শূন্যপদের সংখ্যা:
৮৬৫৬টি।
অন্যান্য বিভিন্ন পদের শূন্যপদের সংখ্যা:
আরও ২৫০০ টি।
নিয়োগের অপেক্ষায় রাজ্যের বহু চাকরিপ্রার্থী আছেন এবং এই নিয়োগের খবরে তারা স্বভাবতই খুব খুশি। এই নিয়োগ শুরু হলেই তাঁদের ও তাঁদের পরিবারের চিন্তা কমবে।
-Written by Riya Ghosh