ফার্মাসি নিয়ে পড়াশোনার ইচ্ছে থাকলে এক্ষুনি আবেদন করুন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। জানুন বিস্তারিত।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (University of North Bengal) তরফে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি (Notification) প্রকাশ করা হয়েছে যেখানে ফার্মাসি নিয়ে উচ্চস্তরে (Higher Education in Pharmacy) পড়াশোনার আবেদন শুরুর ব্যাপারে বলা হয়েছে। আপনারও যদি ফার্মাসি নিয়ে উচ্চশিক্ষার ইচ্ছে থাকে তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। ভালো ভাবে শেষ পর্যন্ত পড়ুন।
কোন শিক্ষাবর্ষের জন্য ভর্তির প্রক্রিয়া শুরু হতে চলেছে?
২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য M.Pharm Program এ ভর্তি হওয়া যাবে।
শিক্ষাগত যোগ্যতা:
- i) আবেদনকারীর যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Bachelor of Pharmacy ডিগ্রি থাকতে হবে।
- ii) বাকি আরো শিক্ষাগত যোগ্যতাগুলি জানতে হলে প্রকাশিত বিজ্ঞপ্তিটি (Notification) পড়ে নিন।
ভর্তির প্রক্রিয়া:
ভর্তির জন্য নেওয়া হবে প্রবেশিকা পরীক্ষা বা Admission Test!
ভর্তির ফি কত?
পড়ুয়াকে ভর্তির সময় কোর্স ফি বাবদ ৪২,৩৭৩/- টাকা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া:
i) আবেদন করা যাবে অনলাইনে(Online)।
ii) প্রার্থীদের সবার প্রথমে যেতে হবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে(Official Website of Uttarbanga University)।
iii) ওয়েবসাইটে গিয়ে ‘Homepage’ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে দেখবেন। ওখানেই আবেদন ও ভর্তির প্রক্রিয়া (Registration and Admission Process) ধাপে ধাপে বিস্তারিত ভাবে দেওয়া আছে।
Admission Test এর জন্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশিত হবার তারিখ কত?
প্রার্থীদের নামের তালিকা প্রকাশিত হবে ২৭শে জুন।
Admission Test কবে নেওয়া হবে?
পরীক্ষা হবে ২ জুলাই।
বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ (Interview) কবে নেওয়া হবে?
বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ (Interview) নেওয়া হবে ২রা এবং ৩রা জুলাই।
মেধা তালিকা প্রকাশের তারিখ:
প্রথম মেধা তালিকা প্রকাশিত হবে ১১ জুলাই।
ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আবেদন করা যাবে ২৫ জুন অবধি।
এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি (Website) দেখতে পারেন।
Important Links
Official Website: Click Here
-Written by Riya Ghosh