Primary TET Certificate: প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট উত্তীর্ণদের সার্টিফিকেট ফের ডাউনলোড করার বিজ্ঞপ্তি দিল। জানুন বিস্তারিত।
২০১৪ ও ২০২২ সালের টেট উত্তীর্ণদের পর এবার ২০১৭ সালের প্রাইমারি টেট উত্তীর্ণ (Primary TET Passed) হয়েছেন যাঁরা, তাঁদের জন্য টেট উত্তীর্ণ সার্টিফিকেট (Primary TET Certificate) ইস্যু করেছিল পর্ষদ। কিন্তু সার্ভারের সমস্যার (Server Problem) কারণে ডাউনলোড প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ (Temporarily Postponed) রাখা হয়েছিল।
গত ১লা জুন থেকে পোর্টালটি (Portal) ফের খুলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট উত্তীর্ণদের ফের ডাউনলোড করতে বলা হয়েছে তাঁদের শংসাপত্র(Certificate)। জানুন বিস্তারিত এই প্রতিবেদনের মাধ্যমে।
গত ৩১শে মে টেট উত্তীর্ণ প্রার্থীরা, পর্ষদের দুটি ওয়েবসাইট www.wbbpe.org এবং https://wbprimaryeducation.org থেকে নিজেদের শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট ডাউনলোড (Certificate Download) করতে পারছিলেন প্রার্থীরা। কিন্তু টেকনিক্যাল কোনো সমস্যা থাকায় (Technical Issues) সেই পোর্টাল বন্ধ করে দিতে হয় সাময়িকভাবে। এদিন অর্থাৎ পয়লা জুন, পোর্টালটি ফের চালু করা হয়েছে।
এই বিষয়ে পর্ষদের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় যে, পোর্টালটি রি-ওপেন (Re-open) হবার জন্য প্রার্থীরা আবার টেট পাশ সার্টিফিকেট ডাউনলোড (Primary TET Certificate Download) করতে পারবেন। এমনকি যাঁরা ইতিমধ্যেই নিজেদের সার্টিফিকেট ডাউনলোড করে নিয়েছিলেন তাঁদেরকেও আবার একবার টেট সার্টিফিকেট ডাউনলোড করার আর্জি করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, টেট পাশ সার্টিফিকেট মিলতে কেন এত দেরি হবার কারণে প্রশ্ন উঠেছিলো। পোর্টাল বন্ধ হবার কারণেও শুরু হয় জল্পনা। তবে সব আলোচনা কাটিয়ে ২০১৪, ২০১৭ এবং ২০২২ সালের টেট উত্তীর্ণরা এবার নিজেদের সার্টিফিকেট ডাউনলোড (Certificate Download) করতে পারবেন।
-Written by Riya Ghosh