
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 2023 কিভাবে দেখব?(Official Link) West Bengal HS Result 2023
উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Examination) হলো ছাত্রজীবনের দ্বিতীয় বড়ো পরীক্ষা। ছাত্রজীবনের প্রথম বড়ো পরীক্ষা মাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছে গত শুক্রবার। মাধ্যমিকের পরেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হয়। এখন সেই ফলাফল ঘিরেই ছাত্রছাত্রীদের ও তাঁদের অভিভাবকদের চিন্তা।
West Bengal Council of Higher Secondary Education অথবা WBCHSE এর অধীনে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা মার্চ মাসের শুরুতে হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা। প্রতি বছর কয়েক লক্ষ ছাত্রছাত্রীদের নিয়ে হয় এই পরীক্ষা। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের পরে কেউ উচ্চতর শিক্ষার (Higher Education) জন্য ভর্তি হন কলেজে আবার কেউ অন্যান্য দিক বেছে নেন।
সম্প্রতি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইট মারফত উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা করেন মাধ্যমিকের ফলাফলের ঠিক পাঁচদিন পর অর্থাৎ ২৪শে মে। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন মোট ৮ লক্ষ ৫২ হাজার জন এবং এই সংখ্যা গত বছরের তুলনায় প্রায় এক লক্ষের বেশি।
উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল তাহলে ২৪শে মে, ২০২৩ এ বেরোবে। চলতি বছরের ১৪ই মার্চ থেকে ২৭শে মার্চ অবধি হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। প্রায় ৩ মাসের মাথায় হচ্ছে ফলপ্রকাশ।
Table of Contents
উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট (Result of Higher Secondary Examination) কখন বেরোবে?
প্রতিবছরের মতো এ বছরেও ঠিক বেলা ১১ঃ০০ টার সময় প্রেস কনফারেন্স (Press Conference) এর মাধ্যমে উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে। এ ঠিক ৩০ মিনিট পর থেকেই ছাত্র-ছাত্রীরা তাদের ফলাফল ওয়েবসাইটে চেক করতে পারবেন।
WB HS Result 2023 Website Link :
(রেজাল্ট দেখা যাবে ২৪শে মে ১২টা 30 মিনিট থেকেই, নীচের লিঙ্কে ক্লিক করে…👇)
কিভাবে উচ্চ মাধ্যমিকের ফলাফল ওয়েবসাইটের (Website) মাধ্যমে চেক করবেন?
উচ্চমাধ্যমিক শিক্ষা পরিষদের অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে ছাত্রছাত্রীরা নিজেদের ফলাফল চেক করতে পারেন অথবা এসএমএস (Sms) এর মাধ্যমেও তারা নিজেদের ফলাফল দেখতে পারেন।
পর্ষদের ওয়েবসাইট ব্যতীত যে যে ওয়েবসাইট এর মাধ্যমে উচ্চমাধ্যমিকের ফলাফল চেক করা যাবে সেগুলি হল:
http://wbresults.nic.in
www.exametc.com
www.result.shiksha
www.indiaresults.com
www.jagranjosh.com
www.technoindiagroup.com
abplive.com
www.aajkal.in
abpeeducation.com
www.news18bangla.com
অ্যাপের মাধ্যমেও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল জানা সম্ভব কিন্তু কিভাবে আসুন জানা যাক।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল জানার জন্য ছাত্র-ছাত্রীদের অনুরোধ করা হচ্ছে গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে ‘WBCHSE Results 2023’ মোবাইল অ্যাপটি ডাউনলোড করে নিন। তারপর নির্দিষ্ট দিনে খুব সহজেই তাঁরা নিজেদের ফলাফল চেক করতে পারবেন।
পরের বছর অর্থাৎ ২০২৪ সালের উচ্চ মাধ্যমিকের রুটিন কিভাবে ডাউনলোড করবেন?
পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbchse.nic.in এ প্রবেশ করে ছাত্র-ছাত্রীরা নিজেদের ২০২৪ সালের উচ্চমাধ্যমিকের রুটিন ডাউনলোড করে নিতে পারবেন।
উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশীট ও সার্টিফিকেট (Marksheet and Certificate of Higher Secondary Examination) কবে কিভাবে পাবেন ছাত্র-ছাত্রীরা?
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ঘোষণার কিছুদিন পরেই ছাত্র-ছাত্রীরা নিজেদের বিদ্যালয় অথবা যে শিক্ষা প্রতিষ্ঠানে তাঁরা পড়াশোনা করেছেন সেখান থেকেই তাঁরা নিজেদের মার্কশিট এবং সার্টিফিকেট হাতে পাবেন।
উচ্চমাধ্যমিকের ফল ঘোষণার পরে যদি কোন বিষয়ের নম্বর নিয়ে ছাত্রছাত্রীদের মনে আক্ষেপ থাকে তাহলে তারা সেই নির্দিষ্ট বিষয়ে স্ক্রুটিনি অথবা রিভিউ (Scrutiny or Review) করানোর অনলাইন আবেদন করতে পারেন। এই আবেদন করার জন্য নিজেদের বিদ্যালয় এর সাথে যোগাযোগ করলেও হবে এবং পর্ষদের পক্ষ থেকে বলে দেওয়া একটি নির্দিষ্ট তারিখে এই আবেদন করা যাবে।
উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পরে মধ্যশিক্ষা পর্ষদের তরফে সঙ্গে সঙ্গেই আগামী বছর অর্থাৎ ২০২৪ এর উচ্চমাধ্যমিকের রুটিন অর্থাৎ দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা সাধারণত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত চলে। অর্থাৎ মোট তিন ঘন্টা পনেরো মিনিট ধরে চলে এই পরীক্ষা।
পরীক্ষার্থীদের প্রথম ১৫ মিনিট সময় দেওয়া হয় প্রশ্নপত্র পড়ার জন্য এবং ১৫ মিনিট পরে তাদের খাতা দেওয়া হয় উত্তর লেখার জন্য।
আশা করছি যে এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল বিষয়ে সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর পেয়েছেন। তবুও বলবো যে আপনারা উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটটি একটিবার চেক করে নেবেন ভালোভাবে। পরবর্তীকালে যদি কোনোরকম কোন নতুন আপডেট প্রকাশিত হয় পর্ষদের তরফে তাহলে সেই খবরটি অবশ্যই আপনাদের আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো।
-Written by Riya Ghosh