14 না 15ই জুন? কবে স্কুল খুলছে? নাকি আরো বাড়বে গরমের ছুটি? সর্বশেষ আপডেট কি? জেনে নিন।
রাজ্যে প্রায় দেড় মাস ধরে চলল গরমের ছুটি(Summer Vacation WB)। প্রবল গরমের কারণে গত ২ মে তারিখ থেকে গরমের ছুটি শুরু হয়েছিল রাজ্যে। রাজ্যে শিক্ষা দপ্তর ঘোষণা করেছে আগামী ১৫ জুন তারিখে সরকারি স্কুলগুলি খুলে দেওয়া হবে।
গত শুক্রবার কয়েক পশলা বৃষ্টিতে বেশ তাপমাত্রা কমেছে রাজ্যের। তাপমাত্রা তাপমাত্রা কমে যাওয়ার কারণে স্কুল(Wb Government School) খোলা নিয়ে আশাবাদী শিক্ষক মহল এবং অভিভাবক বৃন্দ। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে, এই সপ্তাহে তাপপ্রবাহ বিশেষ একটা থাকবে না, তবে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।
স্কুল খোলার নির্দেশিকা অনুযায়ী আর তিন চারদিন পরেই খুলতে চলেছে রাজ্যের স্কুলগুলি। তারপর থেকে সরকারি এবং বেসরকারি স্কুলগুলিতে আবার আগের মত পঠন পাঠন শুরু হয়ে যাবে। তবে এখনো অনেক অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে স্কুল খোলার সময় নিয়ে রয়েছে একাধিক প্রশ্ন।
গরমের ছুটি শুরু হয়েছিল গত ২ মে তারিখ থেকে। ছুটি চলবে আগামী ১৪ই জুন, বুধবার পর্যন্ত। অর্থাৎ ১৪ই জুন তারিখে শেষ হচ্ছে গরমের ছুটি। তারপরের দিন, অর্থাৎ ১৫ ই জুন, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে স্কুল। শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে আরও প্রশ্ন রয়েছে যে গরমের কারণে রাজ্যের সরকারি স্কুলগুলিতে আবার ছুটি বাড়বে কিনা।
গরমের ছুটি বাড়বে কি বাড়বে না সেই প্রশ্নে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, খুব সম্ভবত এই বছরে রাজ্যে আর গরমের ছুটি বাড়ার কোনরকম সম্ভাবনা নেই। গত শুক্রবার কয়েক পশলা বৃষ্টিতেই রাজ্যের তাপমাত্রা কমেছে বেশ অনেকটাই। বেশ কয়েকটি জেলাতে আবহাওয়া অনেকটাই শীতল হয়েছে। তাছাড়া গরমের ছুটির কারণে ৫০ দিনেরও বেশি দিনের ক্লাস নষ্ট হয়েছে। ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়তে পারে, এই কারণে নতুন করে ছুটি দেওয়া কেউই সমর্থন করবেন না।
এই পরিস্থিতিতে যদি আবার গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ধাক্কা খাবে বেশ অনেকটাই। যেভাবে বেসরকারি স্কুলগুলিতে স্বল্প সময়ের গরমের ছুটি দেওয়া হয়েছে, তাছাড়া অনলাইনের মাধ্যমে ক্লাস চলছে, সেই তুলনায় রাজ্যের স্কুলের ছাত্র-ছাত্রীরা অনেকটাই পিছিয়ে পড়বে। পাশাপাশি বর্তমানে বিভিন্ন বেসরকারি এবং সেন্ট্রাল বোর্ডের স্কুলগুলির দিকে অভিভাবকদের আকর্ষণ বেড়েছে। রাজ্যের বোর্ডগুলোর প্রতি অভিভাবকদের আকর্ষণ দিনে দিনে কমছে। এর প্রভাব দেখা যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যাতে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
এজন্য এই পরিস্থিতিতে গরমের ছুটি আর বাড়াতে চাইছে না রাজ্য সরকার। এর আগে ৫ই জুন এবং ৭ই জুন স্কুল খোলার তারিখ ছিল। তবে সেই তারিখ পিছিয়ে ১৫ই জুন করা হয়েছে। ধরে নেওয়া যাচ্ছে যে, এই তারিখের পর আর গরমের ছুটি বাড়ানো হবে না।
অবশেষে দীর্ঘ ছুটি কাটিয়ে আগামী ১৫ই জুন তারিখে খুলছে রাজ্য সরকারি স্কুলগুলি। রাজ্যের সরকারি স্কুলগুলির(Government School) প্রধান শিক্ষকদের ইতিমধ্যেই স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মিড ডে মিল পরিষেবা নিয়ে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশ। চলতি সপ্তাহ থেকেই স্কুল খোলার তোড়জোড় শুরু হয়ে যাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে।