ইংলিশে কথা বলতে অসুবিধে হয়? ইংরেজি ভাষায় দক্ষ হয়ে ওঠার ৭টি অসাধারণ টিপস মেনে চলুন।
ইংরেজি জানা, লিখতে পারা এক বিষয় আবার ইংরেজি ভাষায় কথা বলা হলো আরেক বিষয়। ইংরেজি মাধ্যমে (English Medium School) পড়েও অনেকেই আছেন যাঁরা ইংরেজিতে কথা বলতে গেলেই তুতলে (Fumble) যান। ইংরেজি মাধ্যম হোক বা অন্য যে কোনও মাধ্যম, লেখার ইংরেজি ও বলার ইংরেজিতে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। বাংলা মিডিয়ামে (Bengali Medium) পড়াশোনা করলেও বেশিরভাগ ছেলেমেয়েই তুখোর ইংরেজি লেখেন। তবে যেই বিষয়টা ইংরেজি ভাষায় কথা বলা বা Spoken English এ চলে আসে, তখনই খানিকটা জড়তা চলে আসে।
ইংরেজিতে কথা বলা কিন্তু খুব কঠিন কিছু নয়। ইংরেজিতে কথা বলার সময় বিশেষ করে যে অসুবিধে হয় তার মূল কারণ হল, বাংলা বা অন্য কোনও ভাষার কথাকে ইংরেজিতে ট্রান্সলেট করে তারপর বলার চেষ্টা( First Try to translate The Words of Bengali or any other Language into English and then Speak)। সেখানেই সমস্যার সম্মুখীন হতে হয় অনেক মানুষকে। তবে এই সমস্যাটি কিন্তু খুব সহজেই দূর করা সম্ভব। কিভাবে? আসুন জেনে নেওয়া যাক।
যেকোনও ভাষায় দক্ষ হয়ে ওঠার শ্রেষ্ঠ উপায় হলো সেই ভাষার শব্দভাণ্ডার বৃদ্ধি করা। সেটি কিভাবে সম্ভব জেনে নিই আসুন।
১) প্রথমেই চেষ্টা করুন ইংরেজি ভাষার নতুন নতুন শব্দ শেখার একটি রুটিন (Routine) তৈরি করতে। অর্থাৎ প্রতিদিনই চেষ্টা করুন নতুন কিছু ইংরেজি শব্দ শিখতে এবং অর্থ মনে রাখতে। প্রয়োজনে একটি ডাইরিতে (Diary) শব্দগুলি লিখে রাখুন।
২) বাজারে বিভিন্ন ইংরেজি ভাষায় লেখা বই, খবরের কাগজ, ম্যাগাজিন (Books, News Paper and Magazine) পেয়ে যাবেন। সেগুলি কিনে এনে একটু একটু করে পড়ুন প্রতিদিন। আপনি অনলাইন মারফতও বেশ কিছু ইংরেজি নিবন্ধ (Article) পেয়ে যাবেন যেগুলি পড়ে শব্দভাণ্ডার (Vocabulary) বাড়াতে পারেন।
৩) ইংরেজি হোক কি বাংলা, ব্যাকরণ ভুল (Wrong Grammar) একটি মারাত্মক ভুল। তাই ইংরেজিতে পটু হবার আগে ইংরেজি ব্যাকরণ (English Grammar) জানা প্রয়োজন। বাজার থেকে English Grammar বই কিনে আনুন। হ্যাঁ, ছোটদেরই। শিক্ষার কোনো বয়স নেই তাই লজ্জাও পাবেন না।
৪) বাড়ির মানুষের সাথে বা বন্ধুদের সাথে প্রতিদিন কিছু সময় ইংরেজিতে কথা বলুন। আস্তে আস্তে অভ্যাস হবে।জড়তা কাটবে, আত্মবিশ্বাস (Confidence) বাড়বে। কাওকে না পেলে আপনার বাড়ির আয়নাটিকেই সঙ্গী করে তুলুন নিজের।
৫) ইংরেজি ফিল্ম (English Film) দেখুন। স্ক্রিনের নিচে দেওয়া সাবটাইটল (Subtitle) দেখে অর্থ বুঝুন, শব্দ জানুন। শিখুন। অভ্যাস করুন শব্দগুলি প্রয়োগের।
৬) সব ভাষাতেই গান তৈরি হয়। ইংরেজি ভাষার গানগুলি (English Songs) শুনুন। পডকাস্ট (Podcast) শুনুন। আস্তে আস্তে শব্দগুলি চিনে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারবেন।
৭) অনেকে Spoken English এর জন্য Coaching Centre খোলেন। প্রয়োজন মনে হলে আপনিও সেই ক্লাসে ভর্তি হতে পারেন। নিয়মিত অভ্যাস (Regular Practice) করার জন্য এগুলি বেশ ভালো উপায় প্রদান করে।
উপরিউক্ত সকল পন্থা অবলম্বন করে আপনি অনায়াসেই শিখে নিতে পারেন ইংরেজিতে কথা বলা। চেষ্টা করে দেখুন।
-Written by Riya Ghosh