শিক্ষার খবর

প্রকাশিত হলো SSC MTS & Havaldar পরীক্ষার অ্যাডমিট কার্ড, জানা যাবে পরীক্ষার স্থান ও তারিখ।

গত ফেব্রুয়ারি মাসেই শেষ হলো স্টাফ সিলেকশন কমিশনের SSC MTS & Havaldar পরীক্ষার ফর্ম ফিল আপ। গত ১৮ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল ফর্ম ফিলাপ। ২১ এপ্রিল স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission) মাল্টি টাস্কিং স্টাফ এবং Havaldar পদে নিয়োগের (SSC MTS-Havaldar Recruitment 2023) জন্য অ্যাডমিট লিংক প্রকাশ করলো।

মাল্টি টাস্কিং স্টাফ এবং Havaldar পদে নিয়োগের পরীক্ষার মাধ্যমে প্রায় ১১ হাজারে পদে নিয়োগ করা হবে। এর মধ্যে প্রায় ১০,৮৮০ টি পদ মাল্টি টাস্কিং স্টাফ-র জন্য এবং ৫২৯টি পদ হাবিলদারের জন্য নির্ধারিত হয়েছে।

প্রার্থীরা তাদের নিজেদের জোন অনুযায়ী ওয়েবসাইটে গিয়ে এডমিট কার্ড এর তথ্য ডাউনলোড করতে পারবেন।

Zone অনুযায়ী অফিসিয়াল ওয়েবসাইটগুলি হলো:

www.sscnr.net.in
www.ssc-cr.org
www.sscer.org
www.ssckkr.kar.nic.in
www.sscwr.net
www.sscsr.gov.in
www.sscnwr.org
www.sscner.org.in
www.sscmpr.org

এছাড়াও স্টাফ সিলেকশন কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইটটি হল ssc.nic.in

কিভাবে এডমিট কার্ডের তথ্য ডাউনলোড করবেন?
(How To Download SSC Mts And Havaldar Admit Card?)

প্রথমে যে জোনের জন্য আপনি এপ্লাই করেছিলেন, সেই জোনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।

ওয়েবসাইটে ঢোকার পর বাম দিকে কোনায় থ্রী বার অপশন আছে। সেখানে ক্লিক করলে “Admit Card” সেকশন দেখতে পাবেন।

এখানে সম্প্রতি হতে চলা পরীক্ষা গুলোর এডমিট কার্ডের তালিকা দেওয়া আছে। নিচের দিকে Others সিলেক্ট করলে ভেতরে MTS And Havaldar Admit Card অপশন দেখতে পাবেন। সেটিতে ক্লিক করতে হবে।

এখানে সরাসরি এসএসসি রেজিস্ট্রেশন নম্বর এবং ক্যাপচা কোড বসিয়ে সাবমিট করলেই আপনারা এডমিট কার্ডের তথ্য দেখতে পারবেন।

কোন কারনে যদি রেজিস্ট্রেশন নম্বর মনে না থাকে, তাহলে নিচে আপনাদের নাম ,জন্ম তারিখ এবং ক্যাপচা কোড লিখে সাবমিট করার পর এডমিটের তথ্য দেখতে পারবেন।

পরীক্ষা সেন্টার কোন শহরে এবং কবে পরীক্ষা হবে সেই ব্যাপারে তথ্য দেওয়া হয়েছে আপাতত। এছাড়াও পরীক্ষার সময়(Shift) সম্পর্কেও জানিয়ে দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker