Business Ideas: বাড়িতে বেকার বসে না থেকে সামান্য বিনিয়োগে বেশি লাভ চাইলে করতে পারেন এই ব্যবসাগুলি।
অনেকেই আজকাল নিজের ব্যবসা শুরু করতে চান। অনেক চাকুরীজীবীরাও চান অতিরিক্ত কিছু লাভ। কিন্তু কোন ধরনের ব্যবসা শুরু করা উচিত, কোন ব্যবসাতে বর্তমানে লাভ বেশি সেটাই বুঝে উঠতে পারেন না। অনেকে আবার বেশি বিনিয়োগের রাস্তায় যেতে চান না বলে পিছিয়ে আসেন। এমন অবস্থায় কী করতে পারেন? তারই হদিস দিলাম আজ। কম বিনিয়োগে এই ব্যবসাগুলি করে দেখুন তো, লাভ কেমন হয়। (Business Ideas for Unemployed)
বেকিং অর্থাৎ কেক, বিস্কুট এবং চকলেট বানানোর ব্যবসা(Baking Business):
আজকাল প্রায় সমস্ত অনুষ্ঠানেই কেক কেটে পালন করা হয়। কেক, বিস্কুট বা চকলেট -হাতে বানানো বাড়ির (Handmade/Homemade) এই ফ্রেশ খাবারগুলি খেতে সবাই ভালোবাসেন। আপনিও যদি বেকিং ভালোবেসে থাকেন তাহলে অনায়াসেই কম বিনিয়োগ করেই করতে পারেন এই ব্যবসা।
বাড়ির পরিবেশে থেকেই কাস্টোমাইজড (Customized) কেক-পেস্ট্রি, কুকিজ, ম্যুজ, বেকড খাবার ইত্যাদি তৈরি করে অনলাইনে বিক্রি (Online Selling) করে দারুণ মুনাফা লাভ করা যায়। বাড়িতে বেকিং করার সামগ্রী কিনে ফেলে সহজেই বেকিং এর সেট-আপ বানিয়ে শুরু করতে পারেন এই ব্যবসা।
পার্সোনালাইজড গিফট আইটেম (Personalized Gift Items) বানানোর ব্যবসা:
প্রিয় বা কাছের মানুষকে বিশেষ ফিল করানোর জন্য আজকাল সকলেই এই কাস্টোমাইজড বা পার্সোনালাইজড গিফট আইটেমের (Customized or Personalized Gift Items) দিকে ঝুঁকছেন। একঘেঁয়ে সেই গিফটের থেকে এই নতুন ধরনের গিফটে একটু বেশীই যেনো ভালোবাসা ছড়িয়ে থাকে।
স্বল্প বিনিয়োগে ব্যবসাটি শুরু করতে পারেন আজই এমনকি চাকরির পাশাপাশিও এই ব্যবসা চালাতে পারবেন। এমনকী আপনি চাইলে এই ব্যবসাকে ফুলটাইম ব্যবসা (Full Time Business) হিসেবেও ব্যবহার করতে পারেন। কাঁচামালের দাম কম হওয়ায় স্বল্প বিনিয়োগই (Low Investment) যথেষ্ট এই ব্যবসাতে।
এই ব্যবসায় সবথেকে প্রয়োজনীয়তা হলো আপনার হাতের সৌন্দর্য বা সৃজনশীলতা! এটি আপনার থাকলে অনায়াসেই লাভের মুখ দেখবেন এবং অনলাইনে বিক্রি করে মোটা অঙ্কের মুনাফা লাভ করতে পারেন।
এমব্রয়ডারির কাজ(Embroidery Work):
সেলাইতে পটু হলে এই ব্যবসা আপনার জন্য উপযুক্ত।এমব্রয়ডারির বিদ্যা (Knowledge of Embroidery) কাজে লাগিয়ে শুরু করতে পারেন বিভিন্ন ধরনের জামাকাপড় ও শাড়ির ওপর ভিন্ন ধরনের নকশা আঁকা। প্রধানত হাত দিয়েই করতে হবে এই জিনিসটি। সমস্যা হলে মেশিনের সাহায্য নেবেন।
এমব্রয়ডারির কাজের জন্য আলাদা মেশিন বর্তমান। এই মেশিনের সাহায্যে সহজেই অনেক অনেক ডিজাইন (Huge Design) তৈরি করে মুনাফা অর্জন করতে পারেন। অনলাইনেও আজকাল এই ব্যবসা ভালো চলছে।
হ্যান্ডপেইন্টেড সামগ্রী(Handpainted Items):
এই ব্যবসাটিও পার্সোনালাইজড গিফটের (Personalized Gifts) মধ্যে পরে।আজকাল হাতে আঁকা সামগ্রী কিংবা উপহার সামগ্রীর চাহিদা অত্যন্ত বেশি। এইভাবে আপনি জামাকাপড়, শাড়ি, শাল, স্টোল থেকে শুরু করে কোস্টার, কফি মগ, কাপ ইত্যাদির উপর হাতে এঁকে ব্যবসা শুরু করতে পারেন। আপনার গ্রাহকের দেওয়া নকশা হোক বা আপনার নিজের বানানো নকশা হোক, অনলাইনে এগুলি বিক্রি করে প্রচুর লাভ পাবেন।
ওয়েব ডিজাইনিং(Web Designing):
এই জিনিসটির ব্যাপারে শোনেননি এমন মানুষ কিন্তু খুব কম। ইন্টারনেটের যুগে এই ব্যবসা অনলাইনের মাধ্যমে বিস্তার করেছে ব্যাপক পরিমাণে। আজকাল অনলাইনের মাধ্যমেই বেশিরভাগ মানুষ ব্যবসা করে থাকেন এবং এই ব্যাবসাগুলি প্রচারের জন্য দরকার পরে গ্রাফিক ডিজাইনের (Graphic Designing) যার মাধ্যমে প্রচার করা হয় ব্যবসাগুলির।
এই কারণেই আজকাল গ্রাফিক ডিজাইনারের চাহিদা প্রচুর। অনেক ওয়েবসাইটেই পেয়ে যাবেন আপনার গ্রাহককে। ওয়েব ডিজাইন করার জন্য গ্রাফিক ডিজাইনের চাহিদা কিন্তু দিনদিন বৃদ্ধি পাচ্ছে। যত বেশি বৃদ্ধি পাবে, ততই আপনার লাভ।
স্বল্প বিনিয়োগের মাধ্যমেই শুরু করতে পারেন এই ব্যবসাগুলি। প্রচুর মুনাফা অর্জন করতে পারেন। আশা করছি এই প্রতিবেদনটি আপনাদের সাহায্য করতে পেরেছে। শুরু করেই দেখুন না হয়। আশা রাখি, ঠকবেন না।
-Written by Riya Ghosh