রাজ্যে চালু হলো চার বছরের গ্র্যাজুয়েশন কোর্স! বেড়ে গেলো জটিলতা।
জাতীয় শিক্ষানীতি (NEP 2020) অনুযায়ী স্নাতক স্তরে চার বছরের কোর্স চালু করার প্রস্তাব আনা হয়। অন্যান্য রাজ্যে এই জাতীয় শিক্ষানীতি চালু করার পাশপাশি, পশ্চিমবঙ্গেও চার বছরের স্নাতক স্তরের কোর্স চালু করার পরিকল্পনা করা হয়। তবে পশ্চিমবঙ্গে চার বছরের স্নাতক কোর্স চালু হবে কিনা, তাই নিয়ে দ্বন্দ্বে ছিলেন অনেকেই। অবশেষে বহু জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যে চালু হচ্ছে চার বছরের গ্রাজুয়েশন কোর্স বা ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট সিস্টেম (Four Year Undergraduate System)।
চলতি শিক্ষাবর্ষ থেকেই চার বছরের স্নাতক কোর্স চালু হয়ে যাচ্ছে। এই স্নাতক কোর্সে রাখা হচ্ছে মাল্টিপেল এন্ট্রি এবং এক্সিট সিস্টেম, আর সেখান থেকেই তৈরি হয়েছে জটিলতা।
অভিযোগ উঠেছে যে ন্যাশনাল কারিকুলাম এন্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক(National Curriculum And Credit Framework) অনুযায়ী বিভিন্ন কলেজে ভর্তি প্রক্রিয়া বিভিন্ন রকম হচ্ছে এবং তারা নির্দিষ্ট কোন নিয়ম মানছে না। উচ্চশিক্ষা দপ্তরের নীতি অনুযায়ী স্নাতক কোর্সে এক, দুই বছর পড়ার পর বেরিয়ে যাওয়ার কোন বিধি-নিষেধ নেই। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় চার বছরের পাঠক্রমে ভর্তি নিচ্ছে। এই বিশ্ববিদ্যালয় গুলিতে তিন বছরের জেনারেল কোর্স এবং চার বছরের স্নাতক কোর্স, উভয় সিস্টেম রাখা হচ্ছে। তবে রাজ্যের বহু বিশ্ববিদ্যালয় প্রথম ও দ্বিতীয় বছরে পড়ুয়াদের বেরিয়ে যাবার কোনরকম সুযোগ রাখছে না। যার ফলে পরবর্তীকালে সমস্যা হতে পারে শিক্ষার্থীদেরই।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের(Kalyani University) পক্ষ থেকে কারিকুলাম ও ক্রেডিট ফ্রেমওয়ার্কম্যান এর স্নাতক কোর্সে এক, দুই, তিন ও চার বছরের পাঠক্রমে এক্সিট সিস্টেম রাখা চালু রাখার সিদ্ধান্ত জানানো হয়েছে।
অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলি চাইছে চার বছরের পাঠক্রমে স্নাতক কোর্স (Graduation Course) চালু রাখতে। তবে পাশাপাশি এক্সিট সিস্টেম (Graduation Exit System) চালু রাখার কথাও ভাবা হচ্ছে।