বিদ্যাসাগর কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু, জেনে নিন সমস্ত খুঁটিনাটি।
সকলেই এতদিনে জেনে গেছি যে চলতি বছর থেকে শুরু হচ্ছে চার বছরের স্নাতক কোর্স(4 Years Graduation Course)। সেই নিয়ম অনুযায়ী কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Kolkata University) অধীনস্থ কলেজগুলিতেও চলছে ভর্তির প্রক্রিয়া। প্রথম বর্ষে ভর্তির কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিদ্যাসাগর কলেজেও (Vidyasagar College) এবং ইতিমধ্যেই ভর্তির প্রক্রিয়াও শুরু করা হয়েছে। জেনে নিন ভর্তির আগের খুঁটিনাটি।
কোন কোন বিষয়ের জন্য স্নাতক স্তরে ভর্তি হওয়া যাবে?
i) বাংলা, ইংরেজি, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, পুষ্টিবিদ্যা, ভূগোল, মনোবিজ্ঞান, গণিত, জুলোজি, রসায়ন, পদার্থবিদ্যা-সহ (Bengali, English, Journalism, History, Political Science, Nutrition, Geography, Phycology, Mathematics, Zoology, Chemistry, Physics) আরও বিষয়ে চার বছরের অনার্স কোর্সে ভর্তি হওয়া যাবে।
ii) এ ছাড়াও তিন বছরের Bachelor of Arts অর্থাৎ BA এবং Bachelor of Science অর্থাৎ BSC এর General কোর্সের (General Course) জন্যও ভর্তি হতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা :
আবেদনে ইচ্ছুক পড়ুয়াকে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ (12th Pass) হতে হবে।
আসন সংখ্যা :
প্রতিটি বিভাগের আলাদা আসন সংখ্যা রয়েছে। সেই সম্পর্কে বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।
আবেদন প্রক্রিয়া:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) সবার আগে শিক্ষার্থীকে বিদ্যাসাগর কলেজের ওয়েবসাইটে (Website of Vidyasagar College) যেতে হবে।
iii) ওয়েবসাইটে গিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন আবেদনকারী। সেখানে নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন করার শেষ তারিখ:
ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তাড়াতাড়ি করুন।
ভর্তির শেষ তারিখ:
গত ১ জুলাই থেকে ভর্তির প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত।
আরো বিস্তারিত জানতে হলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh