সমাজ বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স করার সুযোগ, বিস্তারিত জেনে নিন।
শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাবিদদের জন্য নতুন একটি সার্টিফিকেট কোর্সের সুবিধা নিয়ে হাজির হলো কেন্দ্রীয় সরকার। সমাজবিজ্ঞানে(Social Science) সার্টিফিকেট কোর্স (Certificate Course)করার সুযোগ দিচ্ছে কেন্দ্র।
দেশজুড়ে সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনার মান উন্নত করার জন্য কেন্দ্র সরকার নিয়েছে একটি বিশেষ উদ্যোগ। National Council Of Educational Research And Training এর পক্ষ থেকে সোশ্যাল সায়েন্সে একটি সার্টিফিকেট কোর্স করানো হবে। নতুন এই কোর্সের নাম রাখা হয়েছে Developing Of Social Science Textbooks And Other Curricular Materials.
কেন্দ্র সরকারের উদ্যোগে সমাজবিজ্ঞানের সার্টিফিকেট কোর্স সম্পর্কে বিভিন্ন তথ্য বিস্তারিত আলোচনা করা হলো।
কোন বিষয়ে সার্টিফিকেট কোর্স করানো হবে?
সমাজ বিজ্ঞানের পাঠক্রম উন্নয়নের লক্ষ্যে এই সার্টিফিকেট কোর্স করানো হবে।
কাদের সার্টিফিকেট কোর্স করানো হবে?
শিক্ষাবিদ এবং শিক্ষক শিক্ষিকাদের social science বিষয়ে পেশাদার প্রশিক্ষণ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা কি?
বিজ্ঞান শাখার শিক্ষক শিক্ষিকারা এবং শিক্ষাবিদরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন।
অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা পাঁচ বছর কাজ করেছেন, তারা আবেদন করতে পারবেন।
কবে ক্লাস করানো হবে?
চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে এবং আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে মোট তিনবার ক্লাস করানো হবে। ক্লাসগুলি করানো হবে ছয় মাস অন্তর।
ক্লাস কখন কখন হবে?
প্রথম ক্লাসটি অনলাইনের মাধ্যমে শুরু করা হবে চলতি বছরের আগস্ট বা সেপ্টেম্বর মাসে। তারপর অক্টোবর বা নভেম্বর মাসে অফলাইনে ক্লাস শুরু করা হবে। আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ কবে?
04/08/2023 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।
কী ভাবে আবেদন করতে হবে?
NCERT-এর পোর্টালে গিয়ে কোর্স ব্রোচার লিঙ্কে যেতে হবে। এখানেই ক্লাসের জন্য নাম-নথিভুক্ত করতে হবে। নাম নথিভুক্ত করার পর বাছাই করা প্রার্থীদের ক্লাস এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য পাঠিয়ে দেওয়া হবে।