টেকনোলজি

আধার কার্ডে মোবাইল নম্বর যুক্ত করেছেন? না করলে বঞ্চিত হবেন অনেক সুবিধা পাওয়া থেকে।

গত ১৪ জুন পর্যন্ত UIDAI কর্তৃপক্ষ দিয়েছিলো বিনামূল্যে আধার কার্ড (Aadhaar Card) আপডেটের সুযোগ। তারপর থেকে আধার কার্ড আপডেটের জন্য (Aadhaar Card Update) ৫০ টাকা ফি লাগবে এমনটাই বলা হয়েছিল কিন্তু ফ্রিতে আধার কার্ড আপডেটের এই সুযোগ আরো তিনমাস বাড়িতেছে UIDAI এর তরফে। অর্থাৎ আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে বাড়িতে বসেই mAadhaar অ্যাপের সাহায্যে আপনি আপনার আধার কার্ডটি আপডেট (Aadhaar Card Update) করতে পারবেন।

স্বাভাবিকভাবেই বিনামূল্যে আধার কার্ড আপডেটের এই সুযোগের মেয়াদ বৃদ্ধিতে খুশি সাধারণ মানুষ। কিন্তু আপনার জেনে রাখা দরকার যে mAadhaar অ্যাপের মাধ্যমে ঠিক কোন কোন তথ্য আপনি ফ্রিতে আপডেট (Free Update) করতে পারবেন। আজ সেই বিষয়ে এবং আরো কিছু অজানা তথ্য জানান দিতেই আমাদের আজকের এই প্রতিবেদনটি। ভালো করে শেষ পর্যন্ত পড়ুন।

সবার আগে জানা দরকার যে একটি আধার কার্ডে কতরকমের তথ্য থাকে?

  • i) আমরা মোটামুটি সকলেই জানি যে আমাদের আধার কার্ডগুলিতে আমাদের নাম, ঠিকানা, ফোন নম্বর, থাম্ব ইম্প্রেশন, ছবি (Name, Address, Phone Number, Thumb Impression, Photograph) সহ বেশ কিছু তথ্য থাকে।
  • ii) এই তথ্যগুলোকে Demographic Data এবং Biometric Data, ei দুটি ভাগে বিভক্ত করা হয়।
  • iii) Demographic Data মানে বোঝায় আপনার নাম, ঠিকানা, জন্মতারিখ (Name, Address, Date of Birth) ইত্যাদি তথ্যগুলোকে এবং Biometric Data মানে আপনার বুড়ো আঙ্গুলের ছাপ, মোবাইল নম্বর, চোখের মণির ছবি এবং আপনার বর্তমান ছবিকে(Thumb Impression, Mobile Number, Picture of Eyeball, Recent Photograph)।
  • iv) এবার mAadhaar অ্যাপে আপনি শুধুমাত্র আপনার Demographic Data Update করতে পারবেন। Biometric Data Update করতে হলে আপনাকে কিন্তু আধার সেবাকেন্দ্রতে (Aadhaar Sevakendra) যেতে হবে।

আরো স্পষ্টভাবে বলতে গেলে; আপনার নাম, ঠিকানা, জন্মতারিখ (Name, Address, Date of Birth) ইত্যাদি তথ্যের যদি কোনো রকম ভুল থাকে এবং তা আপনি Update করে সঠিক করতে চান, তবে সেইক্ষেত্রে আপনি আপনার বাড়িতে বসেই mAadhaar অ্যাপের সাহায্যে ১৪ সেপ্টেম্বরের মধ্যে Update করে নিতে পারবেন।

আবার অন্যদিকে, আপনি যদি মোবাইল নম্বরটির পরিবর্তন করতে চান অর্থাৎ Update করে নতুন মোবাইল নম্বর আধার কার্ডের সঙ্গে জুড়তে চান বা নিজের আঙ্গুলের ছাপ অথবা ছবি বদলাতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এসব Biometric Data Update এর জন্য আধার সেবা কেন্দ্রে যেতে হবে।

কিভাবে করবেন নিজের আধার কার্ডে মোবাইলে নম্বর আপডেট? দেখুন।

আপনি যদি চান আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরটি পরিবর্তন করতে তাহলে আপনাকে করতে হবে খুব ছোট অথচ গুরুত্বপূর্ণ কিছু কাজ।

i) প্রথমে আপনি আপনার নিকটবর্তী কোনো আধার সেবা কেন্দ্রে (Aadhaar Sevakendra) যাবেন।
ii) সেখানে গিয়ে আপনাকে একটি নির্দিষ্ট ফর্ম তুলে পূরণ করতে হবে।
iii) সেই ফর্মে কিন্তু অতি অবশ্যই কী আপডেট করতে চাইছেন সেটা লেখার পাশাপাশি নিজের আধার নম্বর ও নতুন ফোন নম্বরটিও (Aadhaar Number and New Phone Number) লিখতে হবে।
iv) ফর্মটি ঠিকভাবে পূরণ করার পরে আপনাকে দিতে হবে সার্ভিস চার্জ(Service Charge)।
v) এরপরে অপারেটর (Operator) আপনার সামনেই এই নতুন ডেটা আপডেট (Data Update) করে দেবে।
vi) এবার কয়েকদিন অপেক্ষা করুন। অন্তত সাত দিনের মধ্যেই আপনার নতুন ফোন নম্বর আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত হয়ে যাবে।

এইভাবেই বাকি তথ্যও আপনি Update করতে পারবেন। প্রয়োজনে UIDAI এর Website এ গিয়ে দেখতে পারেন।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker