Aadhaar Card Update: অনলাইনে বিনামূল্যে কিভাবে করবেন আধার আপডেট? কত তারিখ অবধি করা যাবে জানুন।
আধার কার্ড (Aadhaar Card) হলো আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই আধার কার্ড আমাদের পরিচয়ের মাধ্যম(Identity Proof)। এই আধার কার্ডে যদি কোনোও ভুল হয়ে থাকে বা কোনকিছু বদল করাতে চান তাহলে বাড়িতে বসেই অনলাইন মাধ্যমে করে ফেলতে পারেন আপনার আধার কার্ডটিকে নিখরচায় আপডেট। একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে করে নিন আধার আপডেট। বিশদে জানুন। (Aadhaar Card Update for Free)
UIDAI বা Unique Identification Authority of India আগামী ১৪ইজুন, ২০২৩ অবধি দেবে এই বিশেষ সুযোগ।এমনিতে আধার কার্ড আপডেট করতে হলে ৫০/- টাকা মূল্য দিতে হয়। মূল্য অতি স্বল্প হলেও প্রয়োজন হয়। কিন্তু এই বিশেষ সময়সীমা অবধি থাকছে অনলাইনে বিনামূল্যে (Free) আধার কার্ড অর্থাৎ কার্ডের নথিগুলির আপডেট করার সুযোগ।
১৪ই জুন পর্যন্ত UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটের (Official Website) মাধ্যমে অনলাইনে ‘Demographic Details’ আপডেট করা হবে বিনামূল্যে এবং এই পরিষেবা পাওয়া যাবে শুধুমাত্র myAadhaar অ্যাপে। অফলাইনে মানে আধার কেন্দ্রগুলিতে কিন্তু আপনাকে ৫০/- টাকা মূল্যবাবদ দিতে হবে।
UIDAI চায় যে সকল নাগরিকের দরকারি তথ্যাবলী অর্থাৎ জন্মতারিখ, বয়স, ঠিকানা (Date of Birth, Age, Address) ইত্যাদি বিষয়গুলি একদম সঠিক থাকুক তাই এই ফ্রি’তে আপডেটের সুযোগ দিচ্ছে তারা। বিশেষত এমন কিছু নাগরিক বর্তমান যাঁদের আধার কার্ড অনেক পুরোনো অর্থাৎ বহু বছর আগে তৈরি করা।এইসব নাগরিকরাই নিজেদের আধার কার্ডের সমস্ত তথ্য আপডেট করেন না যতই সেই তথ্য ভুল হোক। এইসব নাগরিকদের জন্যই আধার কার্ড আপডেটের এই ব্যবস্থা নিচ্ছে UIDAI!
এবার জানা যাক যে কিভাবে অনলাইনে আধার কার্ড আপডেট করা যাবে:
- i) সবার আগে গ্রাহককে আধারের অফিসিয়াল ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in/ এ লগইন করতে হবে তাঁদের আধার কার্ডের নম্বরটি দিয়ে।
- ii) যদি গ্রাহক নিজের ঠিকানা আপডেট করতে চান তাহলে তাঁকে Address Document Update -এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে।
- iii) দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার আধার কার্ডে রেজিস্টার্ড মোবাইল নম্বরে One Time Password অর্থাৎ OTP চলে আসবে।
- iv) এবারে আপনার দেওয়া তথ্যটি এডিট করে ঠিক করবেন এবং এরপর ক্লিক করলেই আপনার বর্তমান বিবরণ দেখতে পাবেন।
- v) এরপরে একজন আধার কার্ডধারীকে নিজের বাকি বিবরণ বিশদে দেখে নিতে হবে, যদি সমস্ত বিবরণ সঠিক হয় তবে পরবর্তী হাইপারলিংকে (Hyperlink) ক্লিক করবেন অথবা ভুল বিবরণ এডিট করে ঠিক করে নিয়ে পরবর্তী কাজটি করবেন।
- vi) এবার যে নতুন পেজটি খুলবে সেখানে ড্রপডাউন তালিকা থেকে পরিচয়ের প্রমাণ এবং ঠিকানার প্রমাণ নথি বেছে নিতে হবে গ্রাহককে।
- vii) এবার আপনার দেওয়া বর্তমান ঠিকানাটি যে সঠিক তার প্রমাণস্বরূপ ঠিকানার প্রমাণের একটি কপি স্ক্যান করে আপলোড করুন এবং ‘জমা দিন’ (Submit) বোতামটি নির্বাচন করে জমা দিন নথিটি।
- viii) আর বেশি বাকি নেই আপনার আধার কার্ড আপডেট হবার। শেষের দিকে চলে এসেছি। এই পর্বে আপনার কাছে আপনার আধার আপডেটের জন্য অনুরোধ গ্রহণ করা হবে ও একটি ১৪-সংখ্যার Update Request Number বা URN তৈরি করা হবে।
আপনার আপডেট করা তথ্যগুলি গ্রহণ করা হয়েছে তা কিভাবে বুঝবেন?
UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট করা হবে সমস্ত গ্রহণযোগ্য PoA ও PoI নথির তালিকা।
আধার কার্ডের ঠিকানা আপডেটের পর স্থিতি আপডেট অনুরোধ নম্বর URN ব্যবহার করে চেক করা যায়। একবার আপনার আধার কার্ড আপডেটেড হয়ে গেলে, আপনি আপনার নতুন আপডেটেড আধার কার্ড ডাউনলোড করতে পারেন ও কয়েকদিনের মধ্যেই একটি প্রিন্টেড আধার কার্ড পেতে পারেন পোষ্টের (Post Office) মাধ্যমে।
-Written by Riya Ghosh