HS Exam 2023: কোনো পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন থাকলে রেজিস্ট্রেশন বাতিল! জানালো পর্ষদ
মাধ্যমিক পরীক্ষার পরেই আসে জীবনের দ্বিতীয় বড়ো পরীক্ষা উচ্চমাধ্যমিক বা Higher Secondary Examination! এবছর অর্থাৎ ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৪ই মার্চ, চলবে ২৭শে মার্চ অবধি। যথেষ্ট কড়া ব্যবস্থাপনা ও নিরাপত্তার মধ্যে নেওয়া হবে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। প্রায় কয়েক লক্ষ ছাত্রছাত্রী বসতে চলেছে এই পরীক্ষায় ও তার জন্য, উচ্চমাধ্যমিক শিক্ষা পরিষদের তরফ থেকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই মর্মেই, এই দিন নির্দেশিকা জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা পরিষদ। সেই নির্দেশিকায়, পরীক্ষার্থীদের মোবাইল নিয়ে প্রবেশ করতে বারণ করা হয়েছে। নির্দেশিকায় কড়াভাবে বলা হয়েছে যে, মোবাইল ফোন সহ যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করেন এবং ধরা পড়েন, তাহলে তার যে শুধু পরীক্ষাই বাতিল হবে তাই নয় বরং তার রেজিস্ট্রেশনও বাতিল করা হবে!
MAUKAT বা মাওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে একটি ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং সেখানেই পরীক্ষার্থীদের এই কড়া বার্তা দেন সংসদ সভাপতি। যেহেতু কোভিড পরিস্থিতির পরে এটি প্রথম বোর্ড পরীক্ষা এই ব্যাচের তাই ছাত্রছাত্রীদের মানসিক চাপ কমাতে এই সেমিনারের ব্যবস্থা করা হয়েছিল আর সেখানেই চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “কোনও পরীক্ষার্থীর মোবাইল সহ ধরা পড়লে তাকে পরীক্ষায় যেমন বসতে দেওয়া হবে না তেমনি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশনও বাতিল করা হবে।”
প্রসঙ্গত উল্লেখ্য যে, এই কদিন আগেই উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছিলো উচ্চমাধ্যমিক শিক্ষা পরিষদ। সেই নির্দেশিকা অনুযায়ী এবছর প্রতিটি কেন্দ্রে দুজন করে পরিদর্শক নিয়োগ করা হবে এবং তাঁরা খতিয়ে দেখবেন যে পরীক্ষার্থীদের কাছে মোবাইল ফোন আছে কিনা। নিশ্চিত হবার পরেই তাদের প্রশ্নপত্র দেওয়া হবে।
পরীক্ষা শুরুর পর কোনও শিক্ষক ও শিক্ষাকর্মীর পরীক্ষার হল থেকে বাইরে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষকদের কোনোরকম গাফিলতির অভিযোগ পাওয়া গেলে সরকারের তরফে ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষকদের বিরুদ্ধে কোনোরকম অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
কোনো পরীক্ষার্থী যাতে কোনোরকম অসৎ কার্যসিদ্ধি না করতে পারে তার জন্য থাকবে কড়া নিরাপত্তা। প্রতিটি কেন্দ্রের ভেনু সুপারভাইজারদের আই ডি কার্ড দেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রে প্রশ্নের সার্বিক সুরক্ষার দায়িত্ব তাঁদের হাতেই থাকবে।
বিশেষ দ্রষ্টব্য: যেদিন যে বিষয়ের পরীক্ষা হবে, সেদিন পরীক্ষার কেন্দ্রের নির্দিষ্ট কক্ষগুলিতে সেই বিষয়ের শিক্ষককে গার্ড দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়াও, পরীক্ষা শুরুর এক ঘন্টা বিগত না হওয়া অবধি কোনো ছাত্র বা ছাত্রীকে কক্ষের বাইরে যেতে দেওয়া যাবেনা। এমনকি বাথরুমে যাবারও অনুমতি দেওয়া যাবে না। এরকম অনেক নির্দেশিকাই এখনো অবধি জারি করা হয়েছে।
-Written by Riya Ghosh