শিশুদের সহজেই অংক-বিজ্ঞানের মতো কঠিন বিষয়গুলি শেখাবে আইআইটি খড়্গপুর।
প্রযুক্তিবিদ্যার অন্যতম সেরা একটি ঠিকানা হলো আইআইটি খড়্গপুর(IIT Kharagpur) । প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে পৃথিবীর কাছে যেমন অন্যতম একটি প্রতিষ্ঠান এটি, তেমনই হাতে-কলমে বিজ্ঞান এবং বিজ্ঞানের নানান দিক তুলে ধরেছে আইআইটি কর্তৃপক্ষ। সম্প্রতি ছোট শিশুদের সহজেই অংক,বিজ্ঞান এবং বিজ্ঞানের নানা বিষয়গুলি অভিনব পদ্ধতিতে শেখানোর উদ্যোগ নিয়েছে আইআইটি খড়্গপুর।
পাঠ্য বিষয়ের চাপে এমনিতেই পরিশ্রান্ত আজকালকার ছোট শিশুরা। স্কুলের পড়ার পাশাপাশি রয়েছে টিউশন এবং সর্বোপরি সারাদিন জুড়েই চলে একটি ব্যস্ত শিডিউল। শিশুদের পড়ার বিষয়গুলিকে অন্যভাবে শেখানোর জন্য নতুন একটি উপায় ভেবেছে আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ। প্রস্তুত রয়েছে খড়গপুর আইআইটির নেহেরু মিউজিয়াম অফ সায়েন্স এন্ড টেকনোলজির প্রদর্শন কক্ষ(Nehru Museum Of Science And Technology)।
মূলত শিশু শিক্ষার্থীদের জন্যই এই প্রদর্শন কক্ষটি ব্যবহার করা হবে। শিশু শিক্ষার্থীদের সাথে আপনিও এই কক্ষটি ঘুরে দেখতে পারবেন। এখানে থাকবে পদার্থবিজ্ঞান নানা বিষয়ের বাস্তব চিত্র। গতিশক্তি, ত্বরণ, বল এবং একাধিক বিষয়কে প্রদর্শনির মাধ্যমে এখানে দেখানো হবে।
শিশু শিক্ষার্থীদের জন্য এখানে থাকবে জল, স্থল এবং আকাশযানের ব্যবহারের ডেমো। থাকবে রেলের ইঞ্জিন পরিবর্তনের বিস্তারিত ইতিহাস। এয়ারক্রাফ্ট এর ব্যবহৃত নানারকম আকাশযান এবং রেলের সিগন্যালিং সিস্টেম থাকবে এখানে।