Jio Recharge Plan: IPL দেখার জন্য Jio-র কোন ৬টি প্যাক রিচার্জ করবেন?
ভারতে বেশিরভাগ মানুষই ক্রিকেটপ্রেমী। ওয়ার্ল্ড কাপ, টেস্ট ম্যাচ ছাড়াও আইপিএলের(IPL) জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন ভারতবাসীরা। আইপিএলে দেশের একাধিক রাজ্যের টিমগুলির মধ্যে খেলা হয় এবং বাইরের দেশ থেকে অনেক প্লেয়ার কে আনা হয় টিমগুলিতে অন্তর্ভুক্ত করার জন্য।
গত ৩১ শে মার্চ থেকে শুরু হলো এ বছরের আইপিএল (Indian Premier league 2023)। প্রথম ম্যাচে মুখোমুখি হলো গুজরাট জায়েন্টস এবং চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)।
সম্প্রতি জিওর তরফ থেকে এবার আইপিএল দেখা ফ্রি করা হলো। গ্রাহকেরা জিও সিনেমা অ্যাপ(Jio Cinema) ব্যবহার করে স্মার্টফোনে ফ্রিতে আইপিএল (Free IPL Match) দেখতে পারবেন। জিও এর এই সিদ্ধান্তে কোটি কোটি ক্রিকেটপ্রেমীরা এই বছর বিনামূল্যে আইপিএল খেলা দেখতে পারবেন।
আইপিএল শুধুমাত্র ভারতীয়রাই দেখেন, তেমন নয়। এই খেলায় বাইরের দেশ থেকে অনেক প্লেয়ারদের আনা হয়। তাই বাইরের একাধিক দেশ থেকেও আইপিএলের প্রতি নজর থাকে ক্রিকেটপ্রেমীদের। এজন্য আইপিএল সম্প্রচারে(Free IPL Streaming) যাতে কোনরকম ব্যাঘাত না ঘটে সেই বিষয়ে ওয়াকিবহাল জিও সংস্থা। বিভ্রাটহীন আইপিএল খেলা দেখার সুযোগ করে দেবার জন্য গ্রাহকদের জন্য ছটি নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান এনেছে জিও।
এই ছয়টি প্ল্যানের মূল্য যথাক্রমে ৯৯৯ টাকা, ৬৬৭ টাকা, ৪৪৪ টাকা, ৩৯৯ টাকা, ২২২ টাকা, ২১৯ টাকা।
৯৯৯ টাকা, ৩৯৯ টাকা এবং 219 টাকার প্ল্যানে আপনারা প্রতিদিন ৩ জিবি ডাটা পাবেন। সাথে পাবেন আনলিমিটেড কলিং এবং প্রত্যেকদিন ১০০ টি এসএমএস। এছাড়াও জিও টিভি, জিও ক্লাউড, জিও সিনেমা ইত্যাদি অ্যাপগুলি বিনামূল্যে একসেস করতে পারবেন।
৯৯৯ টাকা রিচার্জে আপনারা পেয়ে যাবেন 84 দিনের ভ্যালিডিটি এবং তার সাথে অতিরিক্ত 40 জিবি বোনাস ডাটা। ৩৯৯ টাকায় আপনারা পাবেন ২৮ দিনের ভ্যালিডিটি এবং সাথে ৬ জিবি বোনাস ডাটা। ২১৯ টাকার প্ল্যানে পেয়ে যাচ্ছেন ১৪ দিনের ভ্যালিডিটি এবং ২ জিবি বোনাস ডাটা।
আইপিএল চলার সময় যদি আপনাদের মোবাইল ডাটা ফুরিয়ে যায়, তাহলে আপনারা ডাটা এড অন প্যাক রিচার্জ করে নিতে পারবেন। ডাটা এড অন প্যাক রিচার্জ করে গ্রাহকদের সুবিধা করে দেওয়ার জন্য তিনটি বিশেষ প্ল্যান এনেছে জিও।
৬৬৭ টাকা রিচার্জ করলে আপনারা পাবেন ৯০ দিনের ভ্যালিডিটি এবং ১৫০ জিবি ডাটা। ৪৪৪ টাকা রিচার্জে পাবেন ৬০ দিনের ভ্যালিডিটি এবং ১০০ জিবি ডাটা। ২২২ টাকা রিচার্জে পাবেন ৫০ জিবি ডাটা।
মূল রিচার্জ এর ভ্যালিটিটি যতদিন থাকবে, অ্যাড অন ডাটা প্যাক এর ভ্যালিডিটি ও ততদিন থাকবে।