জেনে নিন বিশ্বের বৃহত্তম কলেজ সম্পর্কে! কলেজের ভেতরেই রয়েছে মাঠ, পাহাড়, জঙ্গল।
বিশ্বজুড়ে বিভিন্ন বড় বড় কলেজ রয়েছে। পঠন পাঠন, এডুকেশন ফি, সাফল্যের হার ইত্যাদি কারণে বিভিন্ন কলেজগুলি বরাবরই শিরোনামে থাকে। তবে আজকে এমন একটি কলেজের ব্যাপারে জানানো হবে যেটি সম্পূর্ণ আলাদা রকম একটি কলেজ। এই কলেজটি আয়তনের দিক থেকে পৃথিবীর সবথেকে বৃহত্তম কলেজ। চলুন জেনে নেওয়া যাক এই কলেজটি সম্পর্কে আরও বিস্তারিত। (World’s Largest College)
শিক্ষার্থীর সংখ্যা বিচার করলে পৃথিবীর সব থেকে বৃহত্তম কলেজ ভারতের ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়(Indira Gandhi National open University), সংক্ষেপে যাকে বলা হয় IGNOU। এখানে প্রায় 40 লক্ষেরও বেশি পড়ুয়া পড়াশোনা করেন। তবে আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম কলেজটি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত।
প্রায় ২৭ হাজার একর জুড়ে বিস্তৃত এই কলেজটি। কলেজের ক্যাম্পাসের ভেতরেই রয়েছে বিস্তীর্ণ মাঠ, পাহাড় এবং জঙ্গল। কলেজটির নাম বেরি কলেজ। মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার রোম শহরে অবস্থিত এই কলেজটি। ১৯০২ সালে এই কলেজটির প্রতিষ্ঠা করা হয়েছিল। ২৭ হাজার একর জুড়ে বিস্তৃত হলেও এই কলেজে মোট শিক্ষার্থীর সংখ্যা মাত্র ২ হাজার জন। এলাকা এবং ছাত্র সংখ্যার অনুপাত করলে দেখা যাবে যে প্রত্যেক ছাত্র পিছু কলেজে আয়তন রয়েছে ১৪ একর।
শিল্প, আইন, চিকিৎসা, ব্যবসা, সংগীত ইত্যাদি বহু বিষয়ে এই কলেজে ক্লাস করানো হয়। আমেরিকার সবথেকে সুন্দর কলেজের তালিকাতেও এই কলেজের নাম রয়েছে। যা এই কলেজের মুকুটে অন্যতম একটি পালক।
১৯০২ সালে এই কলেজটি স্থাপিত হয়। প্রথমে এটি একটি বয়েজ ইন্ডাস্ট্রিয়াল স্কুল (Boys Industrial School) হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। মাত্র ৮৩ একর জমি নিয়ে কলেজটি চালু হয়। পরবর্তীকালে কলেজটির সাথে যুক্ত হয় একটি বালিকা বিদ্যালয়। বর্তমানে কলেজের আয়তন প্রায় 27000 একর জুড়ে ছড়িয়ে রয়েছে। কলেজ ক্যাম্পাসের মধ্যে রয়েছে বড় মাঠ, পাহাড় এবং জঙ্গল। যা নিঃসন্দেহে এখানকার পরিবেশকে অন্যতম একটি মাত্রায় নিয়ে গিয়েছে।