একাদশ-দ্বাদশের ২৮ টি কোর্স করানো হবে অনলাইনে। কিভাবে আবেদন করবেন দেখুন।
সারা ভারতে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার মান উন্নত করার জন্য একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে চালু করা হয়েছে মেসিভ ওপেন অনলাইন কোর্সেস(MOOCS Registration 2023)।
এর মাধ্যমে পড়ুয়া অনলাইনের মাধ্যমে পড়াশোনা করার সুযোগ পাবেন। বলা হয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর মোট ১১ টি বিষয়ে ২৮ টি অনলাইন কোর্স করানো হবে।
ছাত্র-ছাত্রীদের এবং অভিভাবকদের এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে রাখা প্রয়োজন। নিচে রইলো MOOCS Registration 2023 এর বিস্তারিত তথ্য।
কোন কোন বিষয়ে কোর্স করানো হবে?
একাদশ এবং দ্বাদশ শ্রেণীর মোট ১১ টি বিষয় পড়ানো হবে এখানে। তালিকায় রয়েছে অর্থনীতি, ভূগোল, মনোবিজ্ঞান, ইংরেজি, সমাজবিজ্ঞান, হিসাব শাস্ত্র, রসায়ন, জীববিদ্যা, বিজনেস স্টাডিজ, অংক, পদার্থবিজ্ঞান।
পড়ানোর পদ্ধতি-
স্টাডি ওয়েবস অফ অ্যাকটিভ লার্নিং ফর ইয়ং অ্যাসপায়ারিং মাইন্ডস(Study Webs Of Active Learning For Young Aspiring Minds) (স্বয়ম) পোর্টালের মাধ্যমে অনলাইন ক্লাস করানো হবে।
রেজিস্ট্রেশন পদ্ধতি-
স্বয়ম পোর্টালে গিয়ে অনলাইনের মাধ্যমে ক্লাসের জন্য নাম নথিভুক্ত করতে হবে।
ক্লাসের সময়সীমা-
২০ এপ্রিল, ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত ক্লাস চলবে।
নাম নথিভূক্ত করার শেষ তারিখ-
30/08/2023
অন্যান্য শর্তাবলি-
এই কোর্সের জন্য কোন রকম আবেদন মূল্য দেওয়ার দরকার নেই। সারা দেশে এই কোর্সগুলি সম্পূর্ণ বিনামূল্যে শেখানো হবে।
ক্লাস হবে অনলাইনের মাধ্যমে এজন্য অবশ্যই অনলাইনের মাধ্যমে ক্লাস করতে হবে।
কোর্স সম্পূর্ণ হবার পর একটি পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা একটি শংসাপত্র পাবেন।