টেকনোলজি

এবার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক। কীভাবে করবেন জানুন।

বর্তমানে ব্যাঙ্ক থেকে শুরু করে রেশন, ভোটার এমনকি প্যান কার্ডেও লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে সরকার। কি বললেন? এখনও রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক (Ration Aadhaar Link) করা হয়নি? চিন্তা করবেন না। কারণ এবার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানোর সময়সীমা বাড়িয়েছে কেন্দ্র সরকার। আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ছিল ৩০ জুন। বর্তমানে সেই সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।

কাদের এই Ration-Aadhaar লিঙ্ক করা বাধ্যতামূলক?

অন্ত্যোদয় অন্ন যোজনা এবং অগ্রাধিকার গৃহস্থালি প্রকল্পের (Anyaday Anna Yojona and Agradhikar Grihosthali Prakalpa) সুবিধাভোগীদের জন্য আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক৷

আধার কার্ডটিকে লিঙ্ক করানোর আগে Digital করতে হবে Retion কার্ডটিকে। তবেই এটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা যাবে।

কেন্দ্র সরকার বর্তমানে ‘One Nation One Card’ নীতি চালু করেছে। এরপর থেকেই জোর দেওয়া হচ্ছে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক (Retion Aadhaar Link) করার উপর। এই লিঙ্ক করানোর পেছনে মূল উদ্দেশ্যই হলো রেশন কার্ড সংক্রান্ত জালিয়াতি বন্ধ করা।

আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডটি লিঙ্ক করবেন কিভাবে?

বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে সহজেই করা যায় এই কাজটি। কিভাবে দেখা যাক:

i) সবার প্রথমে গ্রাহককে food.wb.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
ii) এরপরে আধার নম্বর, রেশন কার্ড নম্বর (Aadhaar Number and Ration Card Number) এবং এদের সাথে লিঙ্ক থাকা মোবাইল নম্বর (Mobile Number) লিখতে হবে ফাঁকা স্থানে।
iii) এবার ক্লিক করুন ‘Continue’ এ।
iv) এবারে আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি OTP আসবে।
v) নির্দিষ্ট বক্সে সেই OTP দেওয়ার পর Ration and Aadhaar Card Link অপশনে ক্লিক করতে হবে। এটি করলেই আপনার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক হয়ে যাবে।

কিন্তু এই ব্যবস্থার সাথে জালিয়াতির কী সম্পর্ক?
সম্প্রতি সরকারের কাছে রেশন কার্ড অপব্যবহারের একাধিক খবর সামনে এসেছে। জালিয়াতির মধ্যে, মৃত ব্যক্তির কার্ড দিয়ে রেশন তোলা থেকে শুরু করে একই ব্যক্তির দু-তিনটি রেশন কার্ড থাকারও অভিযোগ উঠেছে। এই ধরনের জালিয়াতি রুখতেই রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক (Ration Aadhaar Link) করানো বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার(Central Government)।

এইভাবে লিঙ্ক করা থাকলে একজন ব্যক্তি একবারের বেশি রেশন তুলতে পারবেন না কারণ লিঙ্ক করানোর সাথে Verification Process ও থাকছে। জালিয়াতি রুখতেই এই ব্যবস্থা।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker