West Bengal Graduation: এবার থেকে ৪ বছরে মিলবে স্নাতক ডিগ্রি, বড় সিদ্ধান্ত নিলো সরকার
১৪ই মার্চ থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষা(HS Exam 2023)। আগামী ২৭ মার্চ পর্যন্ত চলবে এই পরীক্ষা। উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতেই ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজে ভর্তি(College Admission) হওয়ার সুযোগ পান।
তিন বছরের কলেজ কোর্স সম্পূর্ণ করে স্নাতক(Graduate) হওয়া যায়, এমনটাই নিয়ম ছিল এতদিন পর্যন্ত। তবে সম্প্রতি স্নাতক হবার ক্ষেত্রে তিন বছরের মেয়াদ পরিবর্তন করা হয়েছে। এবার থেকে আর ছাত্রছাত্রীরা তিন বছর পড়াশোনা করে গ্রাজুয়েশন কোর্স(Graduation Course) সম্পূর্ন করতে পারবেন না।
এবার থেকে আর কলেজে ভর্তির জন্য ফর্মের লাইনে দাঁড়াতে হবে না। বিগত কয়েক বছর ধরেই কলেজে ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে উপকৃত হয়েছে কলেজ কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীরা উভয়েই।
জাতীয় শিক্ষানীতি মেনে বাকি রাজ্যে চার বছরের স্নাতক কোর্স চালু হয়েছে ইতিমধ্যে। এবার কেন্দ্রীয় শিক্ষানীতি মেনে আমাদের পশ্চিমবঙ্গেও চালু হচ্ছে চার বছরের স্নাতক করছে। রাজ্যের সবকটি বিশ্ববিদ্যালয়ের(WB University) উদ্দেশ্যে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে যে, আসন্ন শিক্ষাবর্ষ থেকেই চার বছরের স্নাতক কোর্স সংক্রান্ত নিয়ম চালু করতে হবে। এ বছর যারা উচ্চমাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হবেন, তাদের প্রত্যেককেই চার বছরের স্নাতক কোর্সে ভর্তি হতে হবে। আন্ডার গ্রাজুয়েট(Under Graduation) স্তরের পড়াশোনায় স্কিল ডেভেলপমেন্ট(Skill Development), ভোকেশনাল ট্রেনিং, ইন্টার্নশীপ(Internship) ইত্যাদি বিষয়গুলিও যুক্ত করা হবে।
এখন থেকে রাজ্যের সমস্ত সরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া একই পোর্টালের(Portal) মাধ্যমে হবে। গত বছরেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পোর্টাল সম্পূর্ণরূপে তৈরি না হওয়ায় এই প্রক্রিয়া বাস্তবায়িত করা যায়নি। তবে বর্তমানে একই পোর্টালের মাধ্যমে পড়ুয়ারা রাজ্যের যেকোনো সরকারি কলেজে ভর্তির আবেদন করতে পারবেন।
বর্তমানে এই পোর্টাল তৈরির কাজ সম্পন্ন হয়েছে। তাই এ বছর থেকে কেন্দ্রীয়ভাবে স্নাতক স্তরে কলেজে ভর্তির ক্ষেত্রে আর কোনো রকম বাধা থাকছে না। এবার থেকে সমস্ত প্রার্থীরা একই পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির আবেদন করতে পারবেন এবং তিন বছরের পরিবর্তে চার বছর কোর্স করার পরে তবেই মিলবে স্নাতক ডিগ্রী।