মাত্র ২২ টাকায় চালু রাখতে পারবেন সিম, নতুন রিচার্জ প্ল্যান আনলো BSNL!
বর্তমানে বিভিন্ন সিম কম্পানিগুলির প্রতিযোগিতার কারণে ন্যূনতম রিচার্জের মূল্য হয়েছে আকাশ ছোঁয়া। বহু মধ্যবিত্ত পরিবারের লোকজন ন্যূনতম রিচার্জ করতেই হিমশিম খাচ্ছেন। বর্তমানে এখন এক একটি পরিবারে তিন থেকে চারজন করে সদস্য আছেন, প্রত্যেকেরই মোবাইল দরকার হয়। প্রত্যেকের মোবাইলেই যদি নূন্যতম রিচার্জ করে সিম চালু রাখতে হয়, সেক্ষেত্রে অনেক টাকা খরচ হয়ে যায় মধ্যবিত্তদের।
গ্রাহকদের এই সমস্যা থেকে মুক্তি দিতে ভারত সঞ্চাল লিমিটেড লিগম গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে নতুন একটি প্ল্যান নিয়ে এসেছে। অন্যান্য সিম কোম্পানিগুলি রিচার্জের তুলনায় বিএসএনএল রিচার্জের টাকার অংক টা অনেকটাই কম। (BSNL New Recharge Plan)
সম্প্রতি BSNL একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে।এখানে আপনারা মাত্র ২২ টাকা খরচ করে ৭০ দিন এর মেয়াদ পাবেন। এই প্লান রিচার্জ করলে আপনার মোবাইল প্রায় তিন মাস চলতে থাকবে এবং সিম চালু রাখার জন্য আলাদা করে কোন খরচ করতে হবে না।
২২ টাকার এই রিচার্জ প্ল্যানের বৈধতা ৭০ দিন। কম বাজেটের মধ্যে যদি দীর্ঘমেয়াদি প্ল্যান খুঁজে দেখেন, তাহলে এই প্লানটি আপনার জন্য সেরা হবে। প্রতি মিনিটে ৩০ পয়সায় লোকাল কল এবং STD ভয়েস কলিং পরিষেবা পাবেন এই প্লান রিচার্জ করলে।
২২ টাকার এই প্লানে আপনি কোন ইন্টারনেটের সুবিধা পাবেন না। যদি ইন্টারনেটের সুবিধা দরকার হয়, তাহলে আলাদা করে কোন প্ল্যান রিচার্জ করতে হবে। রিচার্জ এর জন্য বিএসএনএলের অনেক top up plan রয়েছে, সেগুলি আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করে নিতে পারেন।
সিম চালু রাখার জন্য BSNL এই প্ল্যানটি সবথেকে সস্তা প্ল্যান। এই প্লানটি রিচার্জ করে রাখলে প্রতি মাসে বিপুল পরিমাণ ব্যয়বহুল রিচার্জের হাত থেকে বাঁচতে পারবেন। যে সমস্ত পরিবারে একাধিক সদস্য রয়েছে তাদের জন্য এই রিচার্জের প্ল্যানটি সবথেকে সেরা হবে।