যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।
আপনি যদি ভবিষ্যতে প্রফেসর হতে চান তাহলে আপনার কাছে এবার আছে সুবর্ণ সুযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Professor) পদে নিয়োগ প্রক্রিয়া। সম্প্রতি এই নিয়োগের কথা জানিয়ে প্রতিষ্ঠানের Artitechture Department এর তরফে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। আবেদন পদ্ধতি সহ জেনে নিন বিস্তারিত।
Table of Contents
পদের নাম:
Assistant Professor
শূন্যপদের সংখ্যা:
২টি।
বয়সসীমা এবং বেতনক্রম জানতে হলে প্রকাশিত বিজ্ঞপ্তিটি পড়ুন।
শিক্ষাগত যোগ্যতা:
i) আবেদনকারী প্রার্থীদের Urban Design এ First Class সহ Post Graduated হতে হবে।
ii) আবেদনকারীর অবশ্যই Council of Artitechture এর Registration থাকতে হবে।
iii) এছাড়াও UGC, State Government এবং Council of Artitechture এর নিয়মবিধি অনুযায়ী অন্যান্য যোগ্যতা থাকাও জরুরি। বিশদে জানতে প্রকাশিত বিজ্ঞপ্তিটি পড়ুন।
iv) এছাড়াও প্রার্থীদের প্রকাশিত গবেষণাপত্র, নিজস্ব পেটেন্ট, প্রকাশিত বই এবং কোনও নামী সংস্থায় শিক্ষকতা/ গবেষণা/ পেশাদারি অভিজ্ঞতা (Experience) থাকলে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:
i) আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (Website) দেওয়া আবেদনপত্র ডাউনলোড (Download) করে তা পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন জানাতে পারবেন।
ii) আবেদনপত্র সমেত জমা দিতে হবে সমস্ত নথিপত্র।
আবেদন ফি:
আবেদন মূল্য বাবদ ৫০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদন মূল্য অনলাইনে (Online) জমা দিতে হবে।
আবেদনের শেষ দিন:
আগামী ১১ অগাস্ট।
এই নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিশদ তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) দেখতে পারেন৷
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh